তুমুল অ্যাকশনের আড়ালে ‘পাঠান’এর চিত্রনাট্যে থাকা ৩ ভুল!
'পাঠান' সিনেমার হাত ধরে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় এ সুপারস্টারের রাজকীয় প্রত্যাবর্তনের পর ছবিটি নিয়ে চর্চা যেন থামছেই না। মুক্তির পর প্রথম ৭ দিনে বক্স অফিসে প্রায় ৬০০ কোটি রুপি আয় করে একাধিক নজির গড়ে ফেলেছে 'পাঠান'।
তবে অ্যাকশন প্রধান এ সিনেমাটির চিত্রনাট্যে থেকে গিয়েছে বড়সড় অন্তত তিনটি ভুল। হলে বসে সিনেমা দেখার সময় সাধারণভাবে ভুলগুলো চোখ এড়িয়ে গেলেও, একটু ভাল করে লক্ষ্য করলেই সহজেই তা চোখে পড়ে। 'পাঠান'-এর চিত্রনাট্য এবং পরিকল্পনায় থাকা এ তিনটি ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নেটিজেনরাই। খবর আনন্দবাজার পত্রিকার।
'পাঠান' সিনেমার একটি দৃশ্যে দীপিকাকে আফগানিস্তানের গল্প শোনাতে যেয়ে 'পাঠান' চরিত্রে অভিনয় করা শাহরুখ জানান, ২০০২ সালে তিনি আফগানিস্তানে কর্মরত ছিলেন। সে সময় মোবাইলের জিপিএস লোকেশন ব্যবহার করে একটি আফগান গ্রামকে ভয়ানক ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচানোর গল্প বলতে দেখা যায় শাহরুখকে।
কিন্তু নেটিজেনরা ঠিকই এই ভুল ধরিয়ে দিয়েছেন। কেননা জিপিএস লোকেশন স্মার্টফোনে চালু হয় ২০০৮ সালে। তাই ২০০২ সালের আফগানিস্তানে স্মার্টফোন ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব ছিল না।
সিনেমার দ্বিতীয় ভুল একটি ট্রেনের মধ্যে অ্যাকশন দৃশ্যের সময়। ট্রেনে রাখা একটি বোমা ফেটে আস্ত কামরা উড়ে যায়। সেখানেই ছিলেন শাহরুখ। তিনি নিজেকে বাঁচান ওই ট্রেনেরই একটি ধাতব টুকরো দিয়ে।
ধাতব টুকরোটি কবচ হিসাবে ব্যবহার করে মাথা ঢেকেছিলেন শাহরুখ। দেখা যায়, বোমা ফেটে আস্ত কামরা উড়ে গেলেও ওই ট্রেনের ধাতব টুকরোতে আঁচ লাগেনি। আঁচ লাগেনি নায়কের শরীরেও। এই দৃশ্যের বাস্তবতা খুঁজে পাচ্ছেন না অনেকেই।
তৃতীয় ভুলটিও চোখে পড়ার মতো। সিনেমা হলে বসেও এই ভুল কারও কারও নজরে আসতে পারে। ভুলটি রয়েছে একটি হেলিকপ্টারের অ্যাকশন দৃশ্যে।
রাশিয়ার উচ্চ নিরাপত্তাযুক্ত দু'টি বহুতল থেকে গুরুত্বপূর্ণ একটি তালা এবং চাবি চুরি করার পরিকল্পনা করেন শাহরুখ এবং দীপিকা। বলা হয়েছিল, বহুতল ভবন দু'টি একে অপরের বিপরীত দিকে অবস্থিত। শাহরুখ এবং দীপিকা দু'জন আলাদা আলাদা ভাবে দু'টি বহুতলে গিয়ে পরিকল্পনামাফিক প্রয়োজনীয় বস্তু চুরি করেন। কিন্তু তার পরের দৃশ্যে ছিল মস্ত গলদ।
বিপরীতমুখী বহুতল থেকে হেলিকপ্টারে চড়ে মূল গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন শাহরুখ ও দীপিকা। সেই অনুযায়ী, বিপরীত দিক থেকে হেলিকপ্টারগুলোর একটি কেন্দ্রীয় অবস্থানে আসার কথা ছিল। কিন্তু দেখা যায়, শাহরুখ এবং দীপিকার হেলিকপ্টার চলেছে একই দিকে। কী ভাবে তা সম্ভব, বুঝে উঠতে পারেননি অনেকেই।
ভুলগুলোর জন্য 'পাঠান'-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দকে দায়ী করছেন অনেকে। অনেকেই ইতোমধ্যে এই সিনেমার এসব চিত্রনাট্য 'অবাস্তব' ও 'অযৌক্তিক' ইত্যাদি আখ্যা দিয়ে ফেলেছেন।
তবে সাফল্যের নজিরে 'পাঠান' সিনেমার এই সমস্ত গলদ ঢাকা পড়ে গিয়েছে। বড় পর্দায় ৫৭ বছরের শাহরুখের ক্যারিশমা দেখতে গিয়ে ভুলত্রুটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ ভক্তরা।