প্রতিশ্রুতি ভঙ্গ জোলির! পিটের সম্মতি ছাড়া ওয়াইন কোম্পানি বিক্রি করে দিলেন
বিনোদন জগতের তারকা দম্পতি হিসেবে একসময় খুবই জনপ্রিয় ছিল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি জুটি। কিন্তু ২০১৬ সালে ১১ বছরের সম্পর্ক ও ২ বছরের বিয়ের ইতি ঘটান হলিউডের এ দুই তারকা। তবে এখানেই শেষ নয়। সম্পত্তি নিয়ে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে এখনও চলছে মামলা। পিট অভিযোগ করেছেন, জোলি সম্মতি ছাড়া দম্পতির যুগ্ম মালিকানাধীন ওয়াইন কোম্পানির অর্ধেক বিক্রি করে দিয়েছেন।
গণমাধ্যম মার্কার মতে, ২০০৮ সালে ফ্রান্সে চ্যাটো মিরাভাল নামের একটি আঙ্গুরের বাগান লিজ নেন জোলি ও পিট। পরবর্তীতে বাগানটি যৌথ মালিকানায় কিনে নেন তারা। ২০১৪ সালে ওই বাগানেই বিয়ে করেছিলেন পিট ও জোলি। ধীরে ধীরে বাগানটির কাঁচামাল থেকে বিশ্ববিখ্যাত ওয়াইন তৈরি শুরু হয়। তবে সব সমস্যার শুরু ২০১৬ সাথে, বিচ্ছেদের পর থেকে।
বিচ্ছেদের পর একাধিক বিষয়ে আদালতে যান এ দুই দম্পতি। তবে সবচেয়ে বড় বিপত্তি বাঁধে যখন ২০২১ সালে জোলি পিটকে না জানিয়ে ঐ বাগানের নিজের অংশটুকু তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেন। এরই জের ধরে আইনি লড়াইয়ে নামেন পিট। তার দাবি, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে অংশীদারকে জানানোর কথা থাকলেও জোলি তা করেননি।
জোলির বিরুদ্ধে ব্র্যাড পিটের করা মামলায় এ অভিনেতা দাবি করেছেন, তার প্রাক্তন স্ত্রী ইচ্ছাকৃতভাবে ওয়াইন কোম্পানির অর্ধেক ভাগ বিক্রি করে আসলে তার ক্ষতি করতে চেয়েছিলেন। এছাড়াও অভিনেতা আরও জানান, ওয়াইন কোম্পানিটি তার একটি আবেগের প্রকল্প। এটি বহু মিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।
পিটের দাবি, সম্পত্তিটি কেনার সময় এ দম্পতি একে অন্যের সম্মতি ছাড়া নিজেদের ভাগের অংশ বিক্রি না করার জন্য একটি চুক্তিও করেছিলেন। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি সেই চুক্তি ভঙ্গ করে অলিগার্ক ইউরি শেফলার দ্বারা নিয়ন্ত্রিত স্টোলি গ্রুপের একটি ইউনিটের কাছে নিজের অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন।
অন্যদিকে পিট তার শখের এ সম্পত্তি ধরে রাখতে চাইতেন এবং পরবর্তীতে তার সন্তানেরা এর মালিকানা লাভ করবে বলে আশা প্রকাশ করতেন। এবার জোলি আদালতে সন্তান সংক্রান্ত বিষয়ে ঝামেলার পর সাবেক স্বামী পিটের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেছেন।
সম্প্রতি ব্র্যাড পিট লস এঞ্জেলসের আদালতে জরুরি ভিত্তিতে শুনানি ডাকার আবেদন করেছেন। কিন্তু আদালত পিটের এ আবেদন নাকচ করে দিয়েছে। একইসাথে এ অভিনেতা অলিগার্চ ইউরি শেফলারের বিরুদ্ধে কোম্পানিতে একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ করেছেন। অন্যদিকে ওয়াইন কোম্পানির নিজের অংশ বিক্রির বিষয়ে জোলি জানান, ব্যক্তিগত কারণে তিনি এ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন।
সম্পর্ক ভঙ্গের কারণ হিসেবে পিটের দিকে বরাবরই নির্যাতনের অভিযোগ তুলেছেন জোলি। উদাহরণ হিসেবে এ অভিনেত্রী আদালতে বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সপরিবার ফ্রান্স থেকে ক্যালিফর্নিয়ার উদ্দেশে প্রাইভেট জেটে যাত্রা করেন এ দম্পতি। সেই সময় তাদের ছয় সন্তানের মধ্যে এক জনের গলা টিপে ধরেন পিট। আরও এক সন্তানকে চড় মারেন। ছেলেমেয়েদের মারধর করাই নয়, জোলির গায়েও ব্র্যাড হাত তোলেন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সূত্র: মার্কা