'আলোচনা চলছে, শীঘ্রই খবর পাওয়া যাবে', হলিউডে কাজের প্রসঙ্গে রাম চরণ
অস্কার ২০২৩ এর পর্দা ওঠার বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণকে নিয়ে উৎসাহ তুঙ্গে রয়েছে সবার। কারণ 'আরআরআর' সিনেমার 'নাটু নাটু' গান দিয়েই যে অস্কারে প্রবেশ করতে যাচ্ছেন রাম চরণ। ইতোমধ্যেই বেস্ট অরিজিনাল সং হিসেবে গোল্ডেন গ্লোবস জিতে নেওয়ায় ভারতজুড়ে তো বটেই, পশ্চিমাদের মুখেও এখন 'আরআরআর' ছবির প্রশংসা। আর এই ছবিটি দিয়েই বিশ্বমঞ্চে নতুন করে পরিচিতি পেয়েছেন রাম চরণ।
গোল্ডেন গ্লোবসের পর অস্কারেও সেরা মৌলিক গান শাখায় মনোনয়ন পেয়েছে 'নাটু নাটু'। 'আরআরআর' টিমের পক্ষ থেকে রাম চরণ উড়ে গিয়েছেন আমেরিকায়। শোনা গেছে, অস্কারের মঞ্চে 'নাটু নাটু' (হিন্দিতে নাচো নাচো) গানে পারফর্মও করতে পারেন রাম চরণ।
তবে 'নাটু নাটু' খ্যাতিলাভের পাশাপাশি ভারতের বাইরের সিনেমা ইন্ডাস্ট্রিতেও রাম চরণের অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে। হলিউডে কাজ করতে চলেছেন রাম চরণ- এমন একটি গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। অস্কারের দুদিন আগে প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা।
রাম চরণ বলেন, "সিনেমাকে সম্মান করা হয় এবং দর্শকরা অভিনয় দেখতে ভালোবাসে, এমন যেকোনো দেশেই আমি কাজ করতে রাজি। যেখানেই সিনেমা, সেখানেই আমি। হ্যাঁ, অবশ্যই আলোচনা চলছে। কিন্তু সেই কথাবার্তা যদি পাকা হয় এবং আমি বিদেশের কোনো ছবিতে চুক্তিবদ্ধ হই, তাহলে সে খবর তো পাবেনই... আর দুয়েক মাসের মধ্যেই তা জানা যাবে।"
হলিউডের কোনো অভিনেতার সাথে কাজ করতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে রাম চরণ বলেন, "শীর্ষ সারির তারকাদের মধ্যে আমি জুলিয়া রবার্টসের সঙ্গে কাজ করতে চাই। সেই ছবিতে যদি অতিথি চরিত্রেও থাকি, তবুও। কে না চায় টম ক্রুজ, ব্র্যাড পিট, জুলিয়া রবার্টসের মতো তারকাদের সঙ্গে কাজ না করতে?"
রাম চরণের কাছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে অস্কারের গুরুত্ব কতখানি, সে প্রসঙ্গে অভিনেতা বলেন, তার বাবা চিরঞ্জীবী তাকে বলেছেন যে বর্তমানকালে এটা একটা বিশাল ব্যাপার। "বাবা আমাকে বলেন যে আমি প্রায় দেড়শোর উপরে ছবি করেছি এবং একবার অস্কারে ডাক পেয়েছি, তার মানে এটা একটা বিরাট অর্জন। আর এখন যেহেতু আমরা মনোনয়ন পেয়েছি, আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।"
রাম চরণ জানান, একবার অস্কার পেয়ে যাওয়ার পর মানুষ পুরোপুরি বুঝতে পারবে যে এটা ভারতীয় চলচ্চিত্রের জন্য কত বড় প্রাপ্তি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস