'সিটাডেল'-এ প্রথম পুরুষ সহ-অভিনেতার সমান পারিশ্রমিক পেয়েছি: প্রিয়াঙ্কা
বলিউডে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করার পর হলিউডে পাড়ি জমিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে কাজের প্রসঙ্গে প্রায়ই খোলামেলা কথাবার্তা বলতে শোনা যায় 'পিসি'কে। বলিউডে পুরুষ ও নারী অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য নিয়েও আগেপরে প্রিয়াঙ্কাসহ অনেকেই আওয়াজ তুলেছেন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিরিজ 'সিটাডেল' মুক্তি পেতে যাচ্ছে। এরই প্রেক্ষাপটে অভিনেত্রী জানিয়েছেন, তার ২২ বছরের ক্যারিয়ারে 'সিটাডেল' সিরিজেই প্রথম পুরুষ সহ-অভিনেতার সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি; খবর ভোগ ম্যাগাজিনের।
গত ১০ মার্চ এসএক্সএসডব্লিউ চলচ্চিত্র উতসবে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, "আমি হয়তো একথা বলে বিপদেই পড়ে যাবো। কিন্তু আমি এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২২ বছর ধরে কাজ করছি। এরই মধ্যে ৭০টিরও বেশি সিনেমা ও দুটি টিভি শো'তে কাজ করেছি। কিন্তু 'সিটাডেল' সিরিজেই আমি প্রথম আমার পুরুষ সহ-অভিনেতার সমান পারিশ্রমিক পেয়েছি।"
প্রিয়াঙ্কা আরও বলেন, "আমি এখন এটা নিয়ে হাসছি ঠিকই, কিন্তু বিষয়টা মেনে নেওয়া শক্ত। আমি তো আমার পুরুষ সহ-অভিনেতার সমান শ্রমই দিচ্ছি, অথচ আমি পারিশ্রমিক পাচ্ছি কম। কিন্তু আমাজন স্টুডিওতে যেমনটা বলেছিল- আপনি তো কো-লিড, যা পাচ্ছেন এটাই ন্যায্য। আমিও ভাব নিয়েছিলেন যে- হ্যাঁ, এটাই ন্যায্য বটে!"
এর আগে হলিউডে 'বেওয়াচ' সিনেমায় এবং 'কোয়ান্টিকো' সিরিজে অভিনয় করলেও, সেখানেও যে তিনি সমান পারিশ্রমিক পাননি তা প্রিয়াঙ্কার কথায় স্পষ্ট। নিক জোনাসের সঙ্গে বিয়ের পরেও হলিউডেও তাকে অনেক অপ্রীতিকর পরিস্থিতির ও কথাবার্তার সম্মুখীন হতে হয়েছে বলে জানান প্রিয়াঙ্কা।
প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, "আমাকে এমন অনেক কথাই শুনতে হয়েছে যা মেনে নেওয়া আসলে কঠিন। কেউ একজন গতকালই আমাকে বললো আমি 'স্যাম্পল সাইজ' এর না। এটা শুনে আমার কষ্ট লেগেছিল এবং আমি আমার স্বামীর কাছে এ নিয়ে কান্নাও করেছি।"
'সিটাডেল' এর পরে প্রিয়াঙ্কাকে দেখা যাবে 'আউটল্যান্ডার' তারকা স্যাম হিউগেনের সঙ্গে রোমান্টিক ড্রামা 'লাভ অ্যাগেইন'-এ। আশা করা যাচ্ছে, সেখানেও তিনি পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিকই পাবেন।