পকেটের করুণ অবস্থায় তাজ হোটেলে খেতে গিয়েছিলেন নাসিরুদ্দিন-রত্না!
বলিউডের পরিচিত মুখ রত্না পাঠক শাহ আজ ৬৬ বছর বয়সে পদার্পণ করেছেন, ব্যক্তিগত জীবনের সঙ্গী বলিউডের আরেক কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কয়েক বছর আগে নিজেদের সম্পর্কের মধুর স্মৃতি মনে করতে যেয়ে রত্না পাঠক জানান, বিয়ের আগে অল্প টাকা নিয়ে দামি রেস্টুরেন্টে ডিনার করতে যেয়ে ঘটে মজার এক ঘটনা!
রত্না পাঠক ও নাসিরুদ্দিন শাহের বিয়ে হয় ১৯৮২ সালে। তবে বিয়ের আগে বেশ কয়েক বছর প্রণয় ছিল এ দুই তারকার। ২০১৭ সালে এক পডকাস্টে রত্না জানান, কম টাকা নিয়ে রেস্টুরেন্টে যেয়ে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তারা।
অভিনেত্রী রত্না বলেন, "সেবার প্রথম আমরা মুম্বাইয়ের তাজ রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা মেন্যু কার্ড ছিল। পুরুষের মেন্যু কার্ডে খাবারের দাম লেখা থাকলেও নারীদের মেন্যু কার্ডে দাম লেখা ছিল না।"
আর পকেটের করুণ অবস্থায় খাবারের দাম না জেনে অর্ডার করায় চিন্তার পড়ে গিয়েছিলেন সদ্য সম্পর্কে জড়ানো এ দুই তারকা। রত্না পাঠক বলেন, "আমাদের কাছে ৪০০ রুপি ছিল। ভুলবশত দাম না লেখা কার্ডটি আমার বদলে নাসিরুদ্দিনের কাছে চলে গিয়েছিল। আর ও টাকার কথা ভুলে নিজের মনমতো অর্ডার করেই যাচ্ছিলো।"
ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর তখন তিনি নাসিরুদ্দিনকে তাদের কাছে টাকা কম থাকার কথা মনে করিয়ে দেন। এরপরই তড়িঘড়ি করে নিজেদের টাকা গুনতে শুরু করেন এ দুই তারকা!
রত্না পাঠক বলিউডের কিংবদন্তি অভিনেত্রী দিনা পাঠকের মেয়ে। ১৯৮০ এর দশকে জনপ্রিয় টিভি সিরিয়াল 'ইধার উধার' এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর দীর্ঘ চার দশক ধরে নিজের সাবলীল অভিনয়ের জাদুতে জনপ্রিয়তা পেয়েছেন।
চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে তার অভিনীত কমেডি ঘরানার সিরিজ 'হ্যাপি ফ্যামিলি' মুক্তি পেয়েছে।