রাত তিনটার সময় বিপদ হলেও সাহায্যর জন্য ছুটে আসবে শাহরুখ: রানি মুখার্জি
বলিউডের দর্শকদের কাছে সিনেমার পর্দায় অন্যতম প্রিয় জুটি শাহরুখ-রানি। তবে শুধু অন স্ক্রিনেই নয়, বাস্তব জীবনেও এ দুই তারকার রয়েছে দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব! সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র প্রচারণা করতে যেয়ে শাহরুখের সাথে নিজের এ গভীর বন্ধুত্বের কথাই স্মরণ করলেন রানি মুখার্জি।
মাসখানেক আগে 'ইন্ডিয়ান আইডল' শো'তে এসেছিলেন বলিউডের বিখ্যাত প্রযোজক ও পরিচালক করণ জোহর। সেখানে 'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমায় 'কোই মিল গায়া' গানের নেপথ্যের ঘটনা শেয়ার করেন করণ। নিজের সিনেমার প্রচারণা করতে এই শো'তে এসে করণের সেই ভিডিও দেখে আবেগঘন হয়ে পড়েন রানি।
শাহরুখ-রানি অভিনীত ব্লকবাস্টার সিনেমা 'কুচ কুচ হোতা হ্যায়'-এর স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রী বলেন, "তখন যেভাবে শ্যুটিং হত… আমরা সবাই একটা পরিবার ছিলাম। শুধু বলবার জন্য কথাটা বলছি না, এটা সত্যি কথা।"
শাহরুখ ও করণ প্রসঙ্গে রানি বলেন, "আজ প্রায় ২৫ বছর হয়ে গেল, আমি গর্বের সঙ্গে বলতে পারি ওই সিনেমা থেকে আমার সেরা অর্জন বন্ধুত্ব। এত বছর পরেও আমি যদি রাত তিনটের সময়ও শাহরুখ ও করণকে ফোন করে আমার বিপদের কথা জানাই; তবে ওরা ছুটে আসবে সাহায্যের জন্য।"
'কুচ কুচ হোতা হ্যায়'-এর সুবাদে একদিকে ভারতজুড়ে পরিচিতি পান রানি। অন্যদিকে 'টিনা' হয়ে ওঠার যাত্রায় জীবনের দুই সত্যিকারের বন্ধু পেয়েছিলেন কাজলের কাজিন। অন্যদিকে করণ জোহর ইন্ডিয়ান আইডলের মঞ্চে জানিয়েছিলেন, "কাজল 'কোই মিল গায়া' গানের শ্যুটিং-এর ফাঁকে হঠাৎ রানিকে পরামর্শ দেন যে, 'তুই হুক স্টেপটা ভুল করছিস, শুধরে নে'। যদিও কোরিওগ্রাফার ফারাহ খান উলটো দিক থেকে বলে উঠেন, 'একমাত্র রানিই ঠিক করছে, বাকিরা সবাই বাজে করছে'। এই কথা শুনেই নবাগত পরিচালক করণ বুঝে গিয়েছিলেন ভবিষ্যতের তারকা হতে চলেছেন রানি।
শাহরুখের সঙ্গে 'কুচ কুচ হোতা হ্যায়' ছাড়াও 'কাভি আলবিদা না কেহনা', 'চালতে চালতে', 'পেহেলি', 'ভীর জারা'র মতো সিনেমায় অভিনয় করেছেন রানি। শাহরুখকে নিয়ে রানি বলেন, "আমার প্রিয় জঁর রোম্যান্স। আর আমার হিরো শাহরুখের সঙ্গে রোম্যান্টিক সিনেমা করা আমার খুব পছন্দের। 'তুম হি দেখো না' আমার খুব পছন্দের গান।"
অন্যদিকে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সিনেমায় রানির অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন শাহরুখ। টুইটারের পাতায় প্রিয় বন্ধুর প্রশংসা করেছেন বলিউড বাদশা।
গত বৃহস্পতিবার টুইটে শাহরুখ বলেন, "সিনেমাটিতে পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা! 'আমার রানি' কেন্দ্রীয় চরিত্রে একদম জ্বলজ্বল করছে, যা কেবল একজন রানিই পারেন। পরিচালক অসীমা সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম দেখিয়েছেন। জিম সার্ভ, অনির্বাণ, সৌম্য মুখার্জি, সকলেই অসাধারণ! সিনেমাটি সকলের অবশ্যই দেখা উচিত।"