রথসচাইল্ড বিলিয়নিয়ারের সঙ্গে তিন ঘণ্টার মধ্যাহ্নভোজে অ্যাঞ্জেলিনা জোলি
প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সাম্প্রতিক জটিলতার মধ্যেই নতুন করে আলোচনায় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি বিলিয়নিয়ার রথসচাইল্ড পরিবারের উত্তরাধিকারী ও উদ্যোক্তা ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ম্যালিবুতে তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়, খবর মার্কার।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা সূত্রে জানা গেছে, ডেভিড মায়ার ডি রথসচাইল্ডের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী লাঞ্চ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এসময় পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি তারা। লাঞ্চ সেরে বের হওয়ার সময় দুজনেই ক্যামেরায় ধরা পড়েছেন। কালো রঙের আকর্ষণীয় গাউন ও সুদৃশ্য সানগ্লাস পরা জোলি রেস্টুরেন্ট প্রাঙ্গণে হাঁটছিলেন রথসচাইল্ডের সঙ্গে। আর ডেভিড রথসচাইল্ডের পরনে ছিল ধূসর শার্ট, কালো লোফার এবং চটকদার স্ট্রাইপের মোজা ও চোখে চশমা। দুজনকেই হাসতে হাসতে কথা বলতে বলতে বেরিয়ে যেতে দেখা যায়।
জোলি ও রথসচাইল্ড ব্যক্তিগত সময় কাটাতে নাকি ব্যবসায়িক কোনো আলোচনার উদ্দেশ্যে রেস্টুরেন্টে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে পাপারাজ্জিদের তোলা ছবি গণমাধ্যমে প্রকাশ পেতেই ভক্তদের মনে জেগেছে প্রশ্ন। ৪৭ বছর বয়সী অ্যাঞ্জেলিনা জোলি কি তবে ব্রিটিশ বিলিয়নিয়ারের সঙ্গেই নতুন প্রেমে জড়িয়েছেন?
এখানে বলে রাখা ভালো, অ্যাঞ্জেলিনা জোলি ও ডেভিড মায়ার ডি রথসচাইল্ড দুজনেই মানবসেবামূলক কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ডেভিড একজন পরিবেশবাদী এবং হুন্দাই আইওনিক এর দূত হিসেবে কাজ করছেন। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ণ নিয়ে সচেতনতা তৈরিতে ইনস্টাগ্রামেও তিনি বেশ সরব।
জোলি ও ডেভিডের প্রতিনিধিরা তাদের এই সাক্ষাতের বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। কিন্তু অ্যাঞ্জেলিনা জোলি যে তার গোটা ক্যারিয়ারেই অভিনয়ের পাশাপাশি মানবহিতৈষী কাজে যুক্ত ছিলেন তা সবারই জানা। অ্যাঞ্জেলিনা জোলি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন এবং একাধিক সংরক্ষণ উদ্যোগের সঙ্গে জড়িত।
তবে জোলি ও ডেভিডের যোগাযোগ এবারই প্রথম নয়। ২০১৯ সালেও একবার গুজব ছড়িয়েছিল যে তারা দুজন প্রেম করছেন; যদিও দুজনেই তা অস্বীকার করেছেন। এবারও নানা গুজব সত্ত্বেও তাদের একসঙ্গে মধ্যাহ্নভোজে যাওয়াটা স্রেফ বন্ধু হিসেবে দেখাসাক্ষাৎ কিংবা একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করার আলোচনা হিসেবেই দেখছেন অনেকে।