'আমার বিরুদ্ধে একটা গ্যাং কাজ করছে', বলিউডের দিকে আঙুল তুলেছিলেন এ আর রহমানও!
বলিউডের অন্দরের রাজনীতি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে তাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল, সে কারণেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন 'দেশি গার্ল'। তার এই মন্তব্যের পরে বলিউডের দলবাজি নিয়ে সরব হয়েছেন একাধিক বলি-তারকা। একের পর এক অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদেরও বলিউডে নাজেহাল হওয়ার অভিজ্ঞতা প্রকাশ পাচ্ছে।
বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুলেছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। একই সঙ্গে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রাইয়ের পুরনো সাক্ষাৎকার। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অস্কারজয়ী সুরকার এ আর রহমানের এক সাক্ষাৎকার। সেখানে বলিউডের একটি বিশেষ গ্যাং এর বিরুদ্ধে অভিযোগ করেছেন সঙ্গীত পরিচালক।
সাক্ষাৎকারে এ আর রহমানকে প্রশ্ন করা হয়, তিনি হিন্দি ছবি ছেড়ে তামিল ছবিতে বেশি কাজ করছেন কেন। উত্তরে রহমান বলেন, ''আমি ভা্লো ছবিকে কখনও না বলি না। কিন্তু আমার মনে হয়, বলিউডে এমন কিছু গ্যাং আছে যারা আমার সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে, যাতে আমি কাজ না করতে পারি।''
খ্যাতনামা এই শিল্পী আরও বলেন, ''শ্রোতারা চান আমি কাজ করি, আর কিছু মানুষ আমাকে সেটা করা থেকে আটকাচ্ছেন। আমি ভাগ্যে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আছেন এবং যা কিছু হবে— উনার ইচ্ছাতেই হবে।''
এ আর রহমানের সাক্ষাৎকারের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, ''বলিউডে তারকাদের সন্তানেরা এটা ভেবেই বড় হয় যে ওরা খুবই প্রতিভাবান। ওদের প্রতিটা কথাবার্তা, প্রতিটা পদক্ষেপের প্রশংসা করা হয়। তাতেই ওরা ভাবে যে ওরা সত্যিই এত প্রতিভার অধিকারী। কিন্তু যখন বাইরে থেকে এমন কেউ আসেন যিনি সত্যিই প্রতিভাবান, এটা তাদের গালে সপাটে চড় মারে এবং তাদের এতদিনের বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়।"
কয়েকদিন আগে প্রিয়াঙ্কার সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতেও মন্তব্য করেছিলেন কঙ্গনা। তিনি এও বলেছিলেন যে করণ জোহর প্রিয়াঙ্কাকে বলিউডে নিষিদ্ধ করেছে এবং আরও অনেকে মিলে তাকে একঘরে করায় তিনি বলিউড ছাড়তে বাধ্য হন।