'ফর্সা হলে সিনেমায় বেশি সাফল্য', বলিউড নিয়ে আবারও বিস্ফোরক প্রিয়াঙ্কা!
বলিউড নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ড্যাক্স শেফার্ডের পডকাস্ট শো আর্মচেয়ার এক্সপার্টে নিজের ক্যারিয়ারের পাশাপাশি কথা বলেছেন নিজের শ্যামলা রং নিয়ে। জানিয়েছেন, কিভাবে হিন্দি সিনেমায় তাকে মেকআপ দিয়ে ফর্সা দেখানোর চেষ্টা করা হত। প্রিয়াঙ্কা আরও বলেছেন, ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা তার জন্য 'ক্ষতিকর ছিল'।
পডকাস্টে প্রিয়াঙ্কা বলেন, তিনি যখন কেরিয়ার শুরু করেন তখন 'বর্ণবাদ এতটাই স্বাভাবিক ছিল'। অভিনেত্রীর ভাষ্যে, "আমার মনে আছে যখন আমি চলচ্চিত্রে যোগ দিয়েছিলাম, আমাকে শ্যামলা বলে উল্লেখ করা হয়েছিল, ডাস্কি অভিনেত্রী হিসাবে লেখা হয়েছিল এবং আমি মনে মনে ভেবেছিলাম 'ডাস্কি কী? এর মানে কী?'। তবুও, আমি একটি বিজ্ঞাপন (ফেয়ারনেস ক্রিমের জন্য) করেছি, কারণ আমাকে বিউটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হয়েছে। বিউটি ব্র্যান্ড একজন অভিনেত্রীর ক্যারিয়ারের সত্যিই বড় অংশ। আর সব বিউটি ব্র্যান্ডগুলো সেই সব রঙ ফর্সাকারী ক্রিমই বিক্রি করছিল।"
"কমার্শিয়ালটি এতটাই ক্ষতিকর ছিল যে, দেখানো হয়েছিল আমি কালো চামড়ার মেয়ে। একটা ছেলে আসে এবং আমি ফুল বিক্রি করছি, কিন্তু সে আমার দিকে তাকায় না। তারপর আমি সেই ক্রিম ব্যবহার করা শুরু করি এবং আমি একটি চাকরি পাই, তারপরে আমি ছেলেটিকে পাই এবং এভাবেই আমার সব স্বপ্ন সত্যি হয়। এই বিজ্ঞাপন ২০০০ এর দশকের মাঝামাঝিতে এসেছিল", যোগ করেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া আরও তথ্য ফাঁস করেন যে একাধিক হিন্দি সিনেমায় তাকে 'ফরসা করা হয়েছিল'। তার ভাষ্যে, 'অনেক সিনেমায় আমার গায়ের রং হালকা করা হয়েছে। মেক-আপ এবং তারপর ব্লাস্টিং লাইটিং এর মাধ্যমে।
কথাপ্রসঙ্গে 'কিসমত' সিনেমার একটি গানের কথা স্মরণ করেন প্রিয়াঙ্কা, যেখানে তাকে 'দুধের মতো সাদা' একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। বলেন, "একটা গান ছিল যেটা আমার এখনও মনে আছে। গানের কথা ছিল কিছুটা এরকম- 'চিট্টি দুধ কুড়ি', যার অর্থ হল একটি মেয়ে যে দুধের মতো সাদা । আমি যদিও তা নই, কিন্তু আমি তার চরিত্রে অভিনয় করেছিলাম এবং সিনেমায় আমায় সত্যিই সাদা দেখানো হয়েছিল।"
'কোয়ান্টিকো' অভিনেত্রী পডকাস্টে আরও বলেন, সেই সময় ফরসা অভিনেত্রীদের বেশি সুযোগ করে দেওয়া হত কাস্টিংয়ের সময়। প্রিয়াঙ্কা বলেন, "যখন আমি সিনেমায় কাজ করতে শুরু করেছিলাম, আপনি যদি 'ফর্সা হন তবে সিনেমায় বেশি সাফল্য' পাবেন- এরকম ব্যাপার ছিল। আর কালোদের জন্য, যদিও আমি ততটা কালো নই- তবে কালোদের ক্ষেত্রে ব্যাপার ছিল 'চলুন আপনাকে মেকআপ দিয়ে ফর্সা করি'।"