‘ছাইয়া ছাইয়া’ গানে নাচার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের মালাইকার ‘ধন্যবাদ’
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত 'দিল সে' সিনেমায় 'ছাইয়া ছাইয়া' গানে নেচে দর্শকদের নজরে আসেন মালাইকা অরোরা। চলন্ত ট্রেনে শাহরুখ ও মালাইকার ঐ নাচকে বলিউডের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচনা করা হয়। মুক্তির প্রায় ২৫ বছর পর সম্প্রতি মালাইকা জানান, গানটিতে নাচার জন্য তাকে প্রস্তাব দেওয়ার আগে তৎকালীন বেশ কয়েকজন তারকা অভিনেত্রী প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গত মঙ্গলবার একটি গানের প্রচারণার জন্য অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে কথা প্রসঙ্গে 'ছাইয়া ছাইয়া' গানের কথাও চলে আসে। এসময় গানটির প্রস্তাব ফিরিয়ে দেওয়া অভিনেত্রীদের ধন্যবাদ জানিয়ে মালাইকা বলেন, "অন্যরা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি লাভবান হয়েছিলাম। আমি ভাগ্যে বিশ্বাস করি। আমার কাছে মনে হয়, গানটি আমার ভাগ্যে ছিল বলেই পেয়েছি।"
মনি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে 'ছাইয়া ছাইয়া' গানে সুর দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। আর নাচের নির্দেশনায় ছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান। আলোচনায় শাহরুখ থেকে শুরু করে গানটির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি মালাইকা।
গানটি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে যেয়ে মালাইকা বলেন, "বলিউড ইতিহাসে 'ছাইয়া ছাইয়া' গানটি বড় পর্দায় আলোড়ন সৃষ্টি করা একটি গান হিসেবে মনে করা হয়। মুক্তির ২৫ বছর পরে আজও মানুষ গানটি শুনছেন-নাচছেন। আমি নিজেও গানটির প্রতি এখনও ভালোবাসা অনুভব করি। ব্লকবাস্টার এই গানটির অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।"
এর আগে 'মুভিং উইথ মালাইকা' শো এ ফারাহ খান বলেন, "বর্তমানে মালাইকা সকলের কাছে 'ছাইয়া ছাইয়া গার্ল' হিসেবে পরিচিত। কিন্তু ওকে প্রস্তাব দেওয়ার আগে আরও প্রায় পাঁচজন অভিনেত্রীকে গানটিতে নাচার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।"
ফারাহ খান জানান, গানটির জন্য প্রথমদিকে মালাইকাকে বিবেচনায় আনা হয়নি। শিল্পা শেঠি, শিল্পা শিরোধকার এবং আরও দুই-তিন জনকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে একজন ট্রেনের ছাদে ওঠা নিয়ে ভীত ছিলেন আর অন্যজন সময় মেলাতে পারছিলেন না।
এরপর মালাইকাকে বিবেচনায় আনা সম্পর্কে ফারাহ খান বলেন, "একজন মেকআপ পারসন সর্বপ্রথম মালাইকার কথা বলেন। কেননা ও খুবই ভালো নাচতো। শুটিংয়ে মালাইকা যখন ট্রেনের ছাদে উঠলো, তখন ঠিকঠাক নাচতে পারবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। কিন্তু এরপর তো মালাইকা ইতিহাস তৈরি করল।"
অন্যদিকে 'ছাইয়া ছাইয়া' গানে চলন্ত ট্রেনে করা হুক স্টেপগুলো খুব কঠিন ছিল বলে মনে করেন বলিউড বাদশাহ শাহরুখও।
৫৭ বছর বয়সী এ অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, "অনেকেই তখন আমাকে এত ঝুঁকি নিয়ে কাজ করতে মানা করেছিল। কিন্তু তখন তরুণ ছিলাম এবং ঝুঁকি নিয়ে হলেও সব কাজ করতে চাইতাম। এখন মনে হয়, একটু সতর্ক হওয়া উচিত ছিল। তবে তরুণ বয়সে এমন ঝুঁকি নেওয়াটাও জীবনের অংশ।"