কলকাতায় থাকার সময় মদ্যপান-ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলাম: অমিতাভ বচ্চন
'প্রজেক্ট কে'র শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। আপাতত তাই ঘরে বিশ্রাম করেই সময় কাটছে 'বিগ বি'র। তাই অবসর সময়ে সুযোগ পেলেই কলম তুলে নিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের লেখালেখিতেই জানালেন, একসময় মদ্যপান ও ধূমপানে আসক্ত ছিলেন তিনি। তবে বহু বছর হয়ে গেছে মদ কিংবা সিগারেট ছুঁয়েও দেখেননি তিনি। কিভাবে সেই আসক্তি কাটিয়েছেন, নিজের ব্লগে তা লিখেছেন 'শাহেনশা'।
স্কুল ও স্নাতক পড়াশোনার জীবনের স্মৃতিতে ফিরে গিয়ে অনেক কিছুই লিখেছেন অমিতাভ বচ্চন। লিখেছেন পদার্থ বিদ্যার প্র্যাকটিক্যাল ক্লাসে ল্যাবে বিভিন্ন উপাদান মিশিয়ে কীভাবে পরীক্ষা-নিরীক্ষা করা চলত। এমনকি স্নাতক ডিগ্রি অর্জনের পর ডিগ্রি পাওয়ার পর কিছু শিক্ষার্থী পিওর অ্যালকোহল পান করে তা উদযাপন করে, যে কারণে তাদের কেউ কেউ খুব অসুস্থও হয়ে পড়ে।
অমিতাভ লিখেছেন যে বেশ কয়েকটি ঘটনায় তিনি দেখেছেন, স্কুল-কলেজের ছাত্রদের এই নেশার জন্য সর্বনাশ হয়ে গিয়েছে।
বিগ বি লিখেছেন, পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে কলকাতায় (সিটি অব জয় বলে উল্লেখ করেছেন) চলে আসেন তিনি। অনেকেই জানেন যে, অমিতাভের কর্মজীবনের শুরু কলকাতাতেই।
অমিতাভ তার ব্লগে লেখেন, কলকাতায় থাকাকালীন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি মদ্যপান করতেন। এরপর আস্তে আস্তে ঘন ঘন মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েন, আসক্তি তৈরি হয়। বহুবছর আগেই তিনি মদ্যপান ছেড়ে দিলেও, অমিতাভের আক্ষেপ- 'আরও আগে সেটা ছাড়লে হয়তো ভালো হত।'
মদ্য়পানের পাশাপাশি খুব ধূমপানও করতেন অমিতাভ, তবে পরবর্তী সময়ে সেটাও তিনি ছেড়ে দেন। বিগ বি লিখেছেন, 'যখন ধূমপান করছেন, তখন জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণ থেকে ফেলে দিয়ে সেটাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যান্সারের দিকে ঠেলে দেয়, তা ছেড়ে দেওয়াই উচিত।'
আপাতত পাঁজরে চোট পাওয়ার পর নিয়মানুবর্তিতার মধ্যেই জীবন কাটাচ্ছেন অমিতাভ বচ্চন। শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরতে চান তিনি।