ডেপ ভার্সেস হার্ড: আলোচিত মানহানি মামলা নিয়ে ডকুসিরিজ নির্মাণ করছে চ্যানেল ফোর
হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বহুল আলোচিত মানহানি মামলা নিয়ে একটি তথ্যচিত্র সিরিজ নির্মাণ করছে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল 'চ্যানেল ফোর'। খবর ভ্যারাইটির।
লন্ডনে চ্যানেলটির কনটেন্ট শোকেস অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চীফ কনটেন্ট অফিসার ইয়ান কাটজ 'উদ্দেশ্যপূর্ণ, উত্তেজনাপূর্ণ কিন্তু আগে থেকে অনুমানযোগ্য নয়'- এমন কিছু প্রোগ্রামের কথা ঘোষণা করেন। তার প্রত্যাশা, এগুলো দেখার পর মানুষ 'যে পৃথিবীতে বসবাস করছে, তা নিয়ে চিন্তা করতে, তর্ক করতে ও প্রশ্ন তুলতে সাহায্য করবে'।
'ডেপ ভার্সেস হার্ড' নামের তিন পর্বের এই ডকুসিরিজটি পরিচালনা করছেন বাফটা মনোনয়নপ্রাপ্ত পরিচালক এমা কুপার। গত বছরের এপ্রিল থেকে শুরু করে টানা তিন মাস বিশ্বের লাখ লাখ দর্শক দেখেছে সেই মানহানি মামলা।
এ সময়টা এবং এর পরেও মামলাটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সিরিজে এই মামলারই বিভিন্ন দিক গভীরভাবে তদন্ত-পর্যালোচনা করে তুলে ধরা হবে, যা দর্শকরা আগে কখনো দেখেনি।
এছাড়া, সারা বিশ্বের গণমাধ্যমেও এই মামলাটির খুঁটিনাটি তুলে ধরা হয়। সেই সঙ্গে জেন্ডার, সহিংসতা ও ন্যায়বিচারের ধরন সম্পর্কে এক ভিন্ন ধারণা দেয় এই মামলা।
ডেপ-হার্ডের সিরিজ ছাড়াও অনুষ্ঠানে 'পার্টিগেট: দ্য ট্রু স্টোরি', মেনোপজ বিষয়ক তথ্যচিত্র 'দ্য পিল', ২০২১ সালে কাবুল বিমানবন্দর খালি করার জন্য ব্রিটিশ সামরিক অভিযানের অভ্যন্তরের গল্প নিয়ে তৈরি 'ইভ্যাকুয়েশন'সহ আরও কিছু সিরিজের কথা ঘোষণা করা হয়।
একই দিনে চ্যানেল ফোর.জিরো নামক একটি বিশেষ প্ল্যাটফর্মও লঞ্চ করা হয়, যেখানে বিশেষ করে তরুণভাবে জন্য কনটেন্ট থাকবে। সেই সঙ্গে অনুষ্ঠানে 'দ্য উইন্ডসর' এর চতুর্থ সিজন নিয়ে আসার কথাও ঘোষণা দেওয়া হয়।