'টাকা দিলাম, টুইটারের ব্লু টিক কোথায়?' হতাশ প্রতিক্রিয়া অমিতাভের
শুক্রবার (২১ এপ্রিল) সকালে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানসহ বেশ কয়েকজন তারকা তাদের টুইটার একাউন্ট থেকে ব্লু টিক হারিয়েছেন। তারকাদের ভুয়া অ্যাকাউন্ট যাতে না থাকে তা চিহ্নিতকরণের জন্য ২০০৯ সাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে এখন যারা এই নীল টিক মার্কটি পেতে চান বা অ্যাকাউন্টকে 'ভেরিফায়েড' পরিচিতি দিতে চান তাদের মাসিক সাবস্ক্রিপশন নিতে হবে।
ইতোমধ্যেই বহু তারকা তাদের ব্লু ভেরিফায়েড টিক হারানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এর মধ্যে অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া সবচেয়ে হাস্যকর। তিনি লেখেন, 'এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাতজোড় তো করেই নিয়েছি আমি। এবার কি পা-জোড়ও করতে হবে?'
টুইটারে বেশ নিয়মিত অমিতাভ বচ্চন। রোজ ব্লগ লেখেন তিনি; টুইটে নম্বর দিতেও ভোলেন না। কয়েকদিন আগে এই কিংবদন্তি অভিনেতা টুইটার নিয়ে আরেকটি অনুরোধ করেছিলেন। সেই সময় টুইটে লিখেছিলেন, 'আরে টুইটার ভাইয়া, এবার একটা এডিট বাটনও লাগিয়ে দাও প্লিজ। অনেক সতর্ক থাকার পরেও যখন কোনো ভুল হয়ে যায় আর শুভাকাঙ্ক্ষীরা আমাদের জানায় তখন ডিলিট করে দিয়ে নতুন করে লিখতে হয়। হাতজোড় করছি।'
শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অজয় দেবগন, প্রিয়াঙ্কা চোপড়ারা নিজেদের একাউন্টের ব্লু টিক হারিয়েছেন। তবে কঙ্গনা রানাওয়াতের নামের পাশে ব্লু টিক-টি রয়েছে। যার অর্থ, তিনি এটির জন্য টাকা দিয়েছেন। রাজামৌলি, কমল হাসানদের নামের পাশেও রয়েছে ব্লু টিক।
প্রসঙ্গত মার্চের শুরুর দিকেই হায়দরাবাদে 'প্রজেক্ট কে'-র শ্যুটিং চলাকালীন পাঁজরের কার্টিলেজ ভাঙেন অমিতাভ। চোট সারতে বেশ সময় লাগবে আগেই জানিয়েছিলেন অভিনেতা; তবে চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিগ বি। তিনি সেড়ে উঠলেই ফের শুরু হবে কাজ। প্রজেক্ট কে ছাড়াও দীপিকার সঙ্গে হলিউড সিনেমা 'দ্য ইন্টার্ন'-এর হিন্দি রিমেকেও দেখা মিলবে তাঁর।