পেশা নিয়ে খুশি নন! পাঁচ বছর অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন এমা ওয়াটসন
২০০১ সালে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার'স স্টোন'-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইংরেজ অভিনেত্রী এমা ওয়াটসনের। জে কে রাউলিং এর লেখা গল্প অবলম্বনে নির্মিত হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এমা। কিন্তু বেশ কয়েক বছর যাবত নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। সম্প্রতি ভ্যারাইটি'র এক প্রতিবেদনে উঠে এসেছে অভিনেত্রীর এমন সিদ্ধান্তের পেছনের কারণ।
২০১৮ সালের ডিসেম্বরে 'লিটন উইমেন' ছবির শ্যুটিং শেষ হওয়ার পর থেকে আর কোনো সিনেমায় অভিনয় করেননি এমা। এমনকি এই মুহূর্তে তার হাতে নেই কোনো টিভি বা সিনেমার প্রজেক্ট। ২০২৩ সালের শেষে তার এই অভিনয় থেকে বিরতি নেওয়ার পাঁচ বছর পূর্ণ হবে।
কিন্তু কেন অভিনয় থেকে এত লম্বা বিরতি নিয়েছেন এমা ওয়াটসন? সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস'কে দেওয়া এক সাক্ষাৎকারে 'হ্যারি পটার' তারকা বলেছেন, তিনি আসলে এই পেশায় 'তেমন খুশি ছিলেন না'।
"আমার মনে হয়, আমাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখার অনুভূতি হয়েছিল। সবচেয়ে কঠিন কাজ মনে হয়েছিল এই যে, আমাকে বাইরে সবার কাছে এমন একটা জিনিস বিক্রি করতে হবে, যার উপর আমার নিজের তেমন নিয়ন্ত্রণ নেই। একটা সিনেমা করতে যাওয়া এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া যে- 'এটা কিভাবে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মানিয়ে যায়?' বিভিন্ন বিষয়ে মুখপাত্র হিসেবে কাজ করা আমার জন্য খুবই কঠিন ছিল- যেখানে আমি সেই প্রক্রিয়ায় যুক্তই ছিলাম না", বলেন এমা ওয়াটসন।
অভিনেত্রী আরও যোগ করেন, "আমাকে এমনভাবে দায়ী করা হয়েছিল যে আমি খুবই হতাশা অনুভব করতাম, কারণ আমার নিজের কোনো কথা বলার জায়গা ছিল না, আমাকে বলতে হয়নি।" এমা বলেন, "আমি উপলদ্ধি করলাম যে, আমি এমন সব বিষয়ের মুখোমুখি হতে চাইতাম যেখানে আমার কাজের জন্য সমালোচনা করা হবে ঠিকই, কিন্তু এমনভাবে না যে আমি নিজে নিজেকে ঘৃণা করবো। হ্যাঁ, আমি অনেককিছু নষ্ট করেছি, এটা আমার নিজেরই সিদ্ধান্ত ছিল, আমার আরও ভালোভাবে কাজ করা উচিত ছিল যদিও।"
'হ্যারি পটার' ছাড়াও ক্যারিয়ারে 'নোয়া', 'দ্য পার্কস অব বিইং আ ওয়ালফ্লাওয়ার', 'দ্য ব্লিং রিং', 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট', 'লিটন উইমেন'সহ আরও কিছু ছবিতে অভিনয় করেছেন এমা ওয়াটসন। এর মধ্যে 'লিটল উইমেন' চলচ্চিত্রটি বেস্ট পিকচারসহ ছয়টি শাখায় মনোনয়ন পেয়েছে।
তাহলে কি এমা ওয়াটসন আর অভিনয়ে ফিরবেন না? "হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপাতত আমি চুপচাপ বসে সঠিক সুযোগের অপেক্ষায় থাকতে চাই। আমি যা করছি সেটা আমার খুবই পছন্দের। নিজেকে ভেঙে অসংখ্য মানুষ ও চেহারায় রূপ দিতে হবে না, এমনটাই চাইছি আমি। আর রোবট মোডে চলে গিয়ে কাজ করতেও চাই না আমি।"