কলকাতায় সালমানের শোয়ের ৩ লাখ রুপির টিকিটে অফুরান খাবার আর পানীয়!
আগামীকাল শনিবার (১৩ মে) ভারতের কলকাতা কাঁপাতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। দীর্ঘ ১৩ বছর পর সেখানে পা রাখতে চলেছেন তিনি। ইতিমধ্যেই পড়ে গিয়েছে সাজসাজ রব। এই শোয়ের টিকিট নিয়ে পড়ে গিয়েছে হুড়োহুড়ি। আর সালমানের শোয়ের টিকিটের মূল্য ছাড়িয়ে গেছে মাসখানেক আগে হওয়া অরিজিৎ সিংয়ের শো-কেও।
জানা গেছে, এই শোয়ের জন্য দর্শকদের বসার জায়গাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। সব থেকে কম দামের টিকিট ৬৯৯ রুপির। এক্ষেত্রে দর্শককে মাটিতে বসে দেখতে হবে। তারপর রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে পকেট থেকে খসাতে হবে ১৫০০ রুপি। এরপর টাইগার জোন। এখানেও আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ রুপির।
বসা যাবে ২৫০০ রুপির উপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ রুপি, সুলতান জোন ৬০০০ রুপি, ওয়ান্টেড জোন ৬০০০ রুপি, রেডি জোন ১২ হাজার আর দাবাং জোন ৬০ হাজার রুপি। দাবাং জোনে আপনাকে সোফা দেওয়া হবে। ৬০ হাজার রুপিতে এন্ট্রি রয়েছে দু'জনের।
রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ, গোল্ড লাউঞ্জ ২ লাখ আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।
আরও জানা গেছে, 'ভাইজান' কলকাতা পৌঁছে সবার আগে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
'দাবাং, দ্য ট্যুর'-এ তিনি ছাড়াও থাকছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়ারা। সালমান খানের টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু (ভেন্যু) ঘুরে দেখে গিয়েছে। তার নিরাপত্তার বিষয়টাও জোরদার করা হচ্ছে।