৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন আল পাচিনো
বিখ্যাত মার্কিন অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন। তার প্রতিনিধি খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন।
গডফাদার তারকা জানিয়েছেন, তার ২৯ বছর বয়সী গার্লফ্রেন্ড নূর আলফাল্লা আট মাসের গর্ভবতী।
মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, কোভিড-১৯ মহামারির সময় থেকেই একসঙ্গে আছেন পাচিনো ও আলফাল্লা।
পাচিনো বর্তমানে তিন সন্তানের বাবা। এদের দুজনের মা বেভারলি ডি'অ্যাঞ্জেলো ও একজনের মা জ্যান ট্যারান্ট।
প্রায় পাঁচ দশকের বেশি বড় ক্যারিয়ার পাচিনোর। দ্য আইরিশম্যান, দ্য গডফাদার, স্কারফেস, ও সেন্ট অভ আ উম্যান-এর মতো বিখ্যাত সব সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৯৩ সালে সেন্ট অভ আ উম্যান-এর জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
আলফাল্লা সিনেমা শিল্পে কাজ করেন। তিনি বিলি নাইট, লিটল ডেথ, ব্রসা নস্ট্রা ইত্যাদি সিনেমা প্রযোজনা করেছেন।
এর আগে ২০১৭ সালে সংগীতশিল্পী মিক জ্যাগারকে ডেট করেছিলেন তিনি।
এদিকে দ্য গডফাদার টু সিনেমায় পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরোও সম্প্রতি ৭৯ বছর বয়সে সপ্তম সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন।