‘অবিকল নব্বইয়ের দশকের শাহরুখ’, ভাইরাল ‘ছোটা শাহরুখ’কে দেখে অবাক নেটিজেনরা!
পরনে জিন্স, স্ট্রাইপ টি-শার্ট, বুট জুতো, আর চোখে রোদ চশমা। দিল্লির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান! কিন্তু এভাবে ভরদুপুরে দিল্লিতে লোকালয়ে কেন ঘুরছেন শাহরুখ? সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। কিন্তু শাহরুখের বয়সটা একধাক্কায় এতটা কমে গেল কিভাবে? তাহলে কি পুরনো ভিডিও? এসব ভাবনার মাঝেই জানা গেল আসল ঘটনা।
না, এই ব্যক্তি শাহরুখ নন কিন্তু… অবিকল শাহরুখের মতোই চেহারা তার! এমনকি সোশ্যাল মিডিয়ায় তার আরেক নাম 'ছোটা শাহরুখ'। আসল নাম সুরাজ কুমার।
এই ছোটা শাহরুখ হাজির হয়েছেন আসল বলিউড তারকার নব্বইয়ের দশকের অবতারে। কিং অব রোমান্স- খ্যাত শাহরুখের ওই সময়কার চেহারা ও লুকের সাথে তার ভীষণ মিল!
ভিডিও দেখে নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, '৯০-এর দশকের শাহরুখ খান'। আরেক ব্যক্তি লিখেছেন, '৯০-এর দশকে শাহরুখকে অবিকল এমনই দেখতে লাগতো।' আবার কেউ লিখেছেন, 'এসআরকে'র প্রথম দিকের ভিডিও!' কিংবা 'শাহরুখের ডুপ্লিকেট'।
এদিকে এই নকল শাহরুখের ইনস্টা বায়ো বলছে, তার নাম সুরাজ কুমার এবং তার জন্ম কলকাতায়; তবে থাকেন ঝাড়খণ্ডে। সুরাজ নিজেকে একজন শিল্পী বলেও উল্লেখ করেছেন। লিখেছেন তিনি বিভিন্ন অনুষ্ঠান, ইভেন্টে পারফর্ম করে থাকেন।
ইনস্টাগ্রামে সুরাজ ছবি ও ভিডিয়ো মিলিয়ে প্রায় ১৮০০ পোস্ট করেছেন। তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার।
প্রসঙ্গত, বলিউডের শীর্ষ তারকা শাহরুখ খানের জন্ম দিল্লিতে। আশির দশকের শেষদিকে 'ফৌজি'র মতো টেলিভিশন সিরিজ দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৯২ সালে 'দিওয়ানা' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। শেষবার তাকে দেখা গিয়েছে চলতি বছরে মুক্তি পাওয়া 'পাঠান' ছবিতে।