‘চাবুক দিয়ে কি করবো?’, ইন্ডিয়ানার কস্টিউম দেখে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন হ্যারিসন ফোর্ড!
গত মাসে মুক্তি পেয়েছে হ্যারিসন ফোর্ড অভিনীত 'ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি'। এই অ্যাডভেঞ্চার-অ্যাকশনধর্মী ছবির মাধ্যমে সবার প্রিয় ইন্ডি রূপে আবারও দেখা গেছে ৮০ বছর বয়সী ফোর্ডকে। সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বর্ণনা করেছেন তার প্রথম ইন্ডিয়ানা জোনস চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন, এর আইকনিক কস্টিউমটি দেখে প্রথমে একেবারে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন তিনি।
১৯৮১ সালে মুক্তি পেয়েছিল স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 'রেইডার্স অব দ্য লস্ট আর্ক'। এই ছবিতে ইন্ডিয়ানা জোনস চরিত্রে প্রথম অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। এ ছবির জন্য তার কস্টিউমের মধ্যে ছিল একটি লেদার জ্যাকেট, ফেডোরা হ্যাট এবং একটি লম্বা চাবুক। কিন্তু এই কস্টিউম দেখেই আঁতকে ওঠেন হ্যারিসন ফোর্ড।
হ্যাট যাতে বাতাসে উড়ে না যায়, সেজন্যে হ্যাটটি তার মাথার সাথে স্ট্যাপলার করে দেওয়া হয়েছিল। অভিনেতা জিকিউ'কে জানান, এখনও তার মাথায় সেই স্ট্যাপলের ক্ষত রয়েছে।
অভিনেতা বলেন, "ইন্ডিয়ানা জোনস চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমাকে এই কস্টিউম দেওয়া হয়েছিল। সেটা দেখে আমার মনে নানা রকম প্রশ্ন এসেছিল। জঙ্গলে কেন আমি লেদার জ্যাকেট পরবো? এখানে তো অনেক গরম থাকবে। আর চাবুকই বা কেন? আমি কি মানুষজনকে চাবুক মারবো নাকি?"
স্পিলবার্গের ছবিটিতে ইন্ডিকে এমন কস্টিউম, বিশেষ করে হ্যাটটি- দেওয়ার কারণ হলো 'এটা একটা সময়ের স্মৃতি ফিরিয়ে আনে' এবং সিনেমার অতীতের প্রতিফলন। হ্যারিসন ফোর্ড অবশ্য কোনো তর্ক করেননি, তাকে যা যা পরতে বলা হয়েছিল তিনি পরেছিলেন।
সম্প্রতি পঞ্চম ও শেষবারের মতো ইন্ডিয়ানা জোনস সিনেমায় অভিনয় করেছেন ফোর্ড। এরপর আর তাকে এই সিরিজের চলচ্চিত্রে দেখা যাবে না। তবে ইন্ডিয়ানা জোনস ৫ বক্স অফিসে তেমন সফল হয়নি। সিনেমার প্রেস ট্যুরে হ্যারিসন এটাই বলেছেন যে এই ছবিতে ইন্ডিয়ানার বয়স দেখানোটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এর আগে এসকোয়ার ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, "আমি চেয়েছিলাম শেষ ছবিটা যেন খুব উচ্চাভিলাষী হয়। আমি এটা বলছি না যে আগেপরে আমরা এমন সিনেমা বানাইনি- তবে আমার চরিত্রটিকে এতটা উচ্চাকাঙ্ক্ষীরূপে ফুটিয়ে তোলা হয়নি আগে।"
ডায়াল অব ডেস্টিনির একটি দৃশ্যে দেখানো হয়েছে যে, চাঁদের মাটিতে প্রথম কোনো ব্যক্তির পা রাখা উদযাপনে ১৯৬৯ সালের টিকার-টেপ প্যারেডের সময় ঘোড়ায় চড়ে নিউইয়র্ক সিটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইন্ডিয়ানা। এই দৃশ্যের শ্যুটিং শেষে ফোর্ড অনুভব করলেন, তিনজন স্টান্ট কর্মী তাকে ঘিরে ধরেছে।
"আমি ভেবেছিলাম, কি! আমাকে কেউ আক্রমণ করতে চাইছে নাকি! এরপরে নিচে তাকিয়ে দেখলাম স্টান্টম্যানরা আমাকে ঘোড়া থেকে নামতে সাহায্য করতে চাইছে যেন আমি পড়ে না যাই। কিন্তু আমি বললাম, ছেড়ে দাও। আমি একজন বৃদ্ধ ব্যক্তি, আর আমি সেভাবেই ঘোড়া থেকে নামতে চাই", বলেন হ্যারিসন ফোর্ড।