নোলান ‘ওপেনহাইমার’ এর জন্য প্রস্তাব না দিলে অভিনয়ে বিরতি নিতেন ম্যাট ডেমন!
মাত্র কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলান পরিচালিত চলচ্চিত্র 'ওপেনহাইমার'। ছবিটির ভিন্নধর্মী গল্পের কারণে ইতোমধ্যেই এটি নিয়ে দর্শকদের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি হয়েছে। এমনকি এই ছবির জন্য ক্যারিয়ারের একটি বড় সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন ছবিটির একজন অভিনেতা ম্যাট ডেমন।
এন্টারটেইনমেন্ট উইকলি'কে দেওয়া সাক্ষাৎকারে 'ফোর্ড ভার্সেস ফেরারি' তারকা বলেছেন, তিনি তার স্ত্রীকে জানিয়েছিলেন যে তিনি অভিনয় থেকে বিরতি নিতে চান। কিন্তু একটি শর্ত রয়েছে, নোলান যদি তাকে কোনো প্রস্তাব দেন তাহলে তিনি সেই সিদ্ধান্ত স্থগিত রেখে নোলানের ছবিতে কাজ করবেন।
"শুনে মনে হতে পারে যে বানিয়ে বলছি, কিন্তু এটা সত্যি। আমি আমার স্ত্রীর সাথে আলাপ করে ফেলেছিলাম, 'কাপলস থেরাপি'তে বলেছিলাম যে অভিনয় থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। কিন্তু নোলানের ডাকে আমি কোনোকিছু বিস্তারিত না জেনেই হ্যাঁ বলে দেই। আমি জানতামও না সে কি নিয়ে কাজ করছে, কারণ সে কখনো আগে থেকে বলে না।"
ক্রিস্টোফার নোলান ম্যাট ডেমনকে 'ওপেনহাইমার' ছবিতে লেসলি গ্রোভস চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, যিনি ছিলেন ম্যানহাটন প্রজেক্ট-এর পরিচালক। গ্রোভস পারমাণবিক বোমা পরীক্ষার জন্য একাধিক টেস্টিং সাইট ঠিক করেছিলেন, যার মধ্যে লস আলামোস ছিল একটি। এছাড়াও, তিনি ব্যক্তিগতভাবে জে. রবার্ট ওপেনহাইমারকে নিয়োগ দেন (সিলিয়ান মারফি অভিনীত)।
সিলিয়ান মারফিও প্রত্যাশা করেননি যে তাকে প্রধান চরিত্রের জন্য ডাকবেন নোলান।
এর আগে নোলান এসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন, "নোলান আমাকে বলেছিল- শোনো, আমি এই চিত্রনাট্য লিখেছি, এটা ওপেনহাইমারকে নিয়ে। আমি চাই তুমিই হবে এই সিনেমায় আমার ওপেনহাইমার। এটা ছিল একটা চমৎকার দিন… আমাদের মধ্যে দীর্ঘদিনের একটা বোঝাপড়া আছে এবং বিশ্বাস ও শ্রদ্ধা আছে একে-অপরের প্রতি। তাই আমার মনে হয়েছে এখনই একটা বড় দায়িত্ব নেওয়ার সময়।"
অন্যদিকে, নোলান এন্টারটেইনমেন্ট উইকলি'কে বলেন, "ফোনে ফোনে সবাইকে সারপ্রাইজ অফার দেওয়ার মধ্যে একটা অন্যরকম মজা ছিল। আবার এর মানে হলো আপনাকে ডিনারে ডেকে নেওয়া খুব কঠিন, কারণ প্রতিবার যখনই কল ধরবেন, আপনি ভাবতে থাকবেন এবার কি হতে যাচ্ছে?"
ইউনিভার্সাল পিকচারস থেকে 'ওপেনহাইমার' মুক্তি পাবে আগামী ২১ জুলাই।