ওপেনহাইমার চরিত্রের জন্য ওজন ঝরাতে ডিনারে ‘একটা বাদাম’ খেতেন মার্ফি: এমিলি ব্লান্ট
আজ শুক্রবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এবছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'ওপেনহাইমার'। ক্রিস্টোফার নোলান পরিচালিত, ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে জে. রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করেছেন আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রজেক্টের নেতৃত্বদানকারীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে তার প্রগাঢ় মুখাবয়বকে আরও তীব্রতর রূপ দেওয়ার জন্য অনেক ওজন ঝরাতে হয়েছে কিলিয়ান মার্ফিকে।
এ চরিত্রে অভিনয়ের জন্য মার্ফি অস্কার জিতে নেবেন- এমন একটা জল্পনা ইতোমধ্যেই তৈরি হয়েছে। ছবি মুক্তি সামনে রেখে মার্ফির সহ-অভিনেতা এমিলি ব্লান্ট এবং ম্যাট ডেমন কথা বলেছেন প্রধান চরিত্রে তার অভিনয় নিয়ে।
এন্টারটেইনমেন্ট টুনাইট'কে তারা জানান, ওপেনহাইমার চরিত্রে মানিয়ে নেওয়ার জন্য কড়া ডায়েট মেনে খাওয়াদাওয়া করেছেন মার্ফি এবং তিনি কারো সঙ্গে ডিনারেও যেতেন না।
"আমরা কিলিয়ানকে প্রতি রাতেই ডিনারে ডাকতাম, কিন্তু সে কখনো আসতো না", বলেন এই ছবিতে লেফটেন্যান্ট জেনারেল লেসলি রিচার্ড গ্রোভস জুনিয়রের চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন।
সিনেমায় ওপেনহাইমারের স্ত্রী ক্যাথেরিন 'কিটি' ওপেনহাইমারের ভূমিকায় অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। মার্ফির ডায়েট সম্পর্কে তিনি বলেন, "বেশিরভাগ রাতেই মার্ফির ডিনার ছিল হয়তো শুধুমাত্র একটা কাঠবাদাম, নাহয় এক স্লাইস আপেল।"
"সে এই চরিত্রের জন্য এত বেশি ওজন ঝরিয়েছিল যে সে কখনোই ডিনার করেনি", বলেন ডেমন।
অন্যদিকে, কিলিয়ান মার্ফি বলেছেন তিনি ওপেনহাইমার চরিত্রটিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। তার ভাষ্যে, "বাকিরা ঘুরে বেড়াতো, আর আমি হয়তো বাথরুমে বসে সংলাপ মুখস্থ করতাম।"
'ওপেনহাইমার' সিনেমার বেশিরভাগ তারকাদের জন্যই সেটে বন্ধুত্ব গড়ে তোলা সহজ ছিল। কারণ শ্যুটিং হয়েছে নিউ মেক্সিকোর এক প্রত্যন্ত অঞ্চলে, সেখানে সবাই একই হোটেলে থেকেছেন বা একই রেস্টুরেন্টে প্রতিদিন খেয়েছেন।