ইমরান খানের অদ্ভুত শর্ত, কমেন্টে ১০ লাখ লাইক পেলেই অভিনয়ে ফিরবেন!
১৫ বছর আগে 'জানে তু ইয়া জানে না' সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমার দর্শক পেয়েছিল নতুন নায়ক। ছিপছিপে গড়নের সুদর্শন ইমরান খানকে পর্দায় প্রথম দেখেই ভালো লেগেছিল অনেক দর্শকের। এই ছবি মুক্তি পাওয়ার পর অনেকগুলো সিনেমায় সই করেছিলেন ইমরান। কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। দর্শকদের হৃদয়ে দাগ কাটতে পারেনি তার অভিনয়।
ইমরানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নিখিল আদভানির 'কাট্টি বাট্টি'। এরপরে গত আট বছর আর পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। কিন্তু সম্প্রতি অভিনয়ে ফিরে আসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইমরানের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি প্রবীণ অভিনেত্রী জিনাত আমানকে নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগে একটি বিজ্ঞাপনে তাঁকে ভিন্ন রূপে দেখেছেন দর্শক। কিন্তু জিনাতের প্রত্যাবর্তন দেখে আফসোস হয়েছে ইমরান ভক্তদের। জিনাত আমানের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ইমরান-ভক্ত মন্তব্য করেন, "জিনাতজিকেও আবার ক্যামেরার সামনে দেখা গেল। জানিনা আমার ইমরান খানকে আবার কবে দেখা যাবে"। এই মন্তব্য চোখ এড়ায়নি নায়কের। মজার ছলে উত্তরও দিয়েছেন। অদিতি নামের তাঁর ওই ভক্তকে ইমরান লেখেন, "ঠিক আছে অদিতি, যদি আমার এই কমেন্ট এক মিলিয়ন (১০ লক্ষ) লাইক পায় তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে।"
তবে মজার ব্যাপার হলো, ইমরানকে প্রথম সিনেমার পর্দায় দেখাও গিয়েছে 'জানে তু ইয়া জানে না'র 'কাভি কাভি অদিতি' গানে অদিতিকে নিয়ে গান গাইতে।
এদিকে ইমরানের এই মন্তব্য দেখামাত্র সেই ভক্ত সকলের কাছে আর্জি জানিয়েছেন যাতে ইমরানের এই শর্ত পূরণ হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইমরানের কমেন্টে লাইকের সংখ্যা ১ লাখ ২৬ হাজার।
ভক্তরা সত্যিই আবারও পর্দায় দেখতে চান এই তারকাকে। ইন্ডাস্ট্রিতে তাঁর অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি অভিনেতা আমির খানের ভাগ্নে। তাঁর প্রথম ছবি প্রযোজনাও করেছিলেন আমির।