২৮ বছর বয়সেই অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু কেন? জানালেন সুস্মিতা সেন
দীর্ঘ বিরতি, তারপর ২০২০-এ 'আরিয়া' ওয়েব সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরেছেন সুস্মিতা সেন। ফিরেই ওয়েব সিরিজে নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন সুস্মিতা। তারপর আরও একটা চমক বাকি ছিল। সম্প্রতি 'তালি' ওয়েব সিরিজে ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা, যার ট্রেলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে । কিন্তু এত প্রভিভাবান হওয়া সত্ত্বেও কেন দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে ছিলেন সুস্মিতা? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সে বিষয়েই মুখ খুলেছেন প্রাক্তন মিস ইউনিভার্স।
সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, 'এলজিবিটিকিউ সম্প্রদায়কে সামান্য কিছুর জন্য এত কঠিন লড়াই করতে হয়, এটা দেখে আমার মনে হয়েছে কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা কেন পরিশ্রম করব না? ট্রান্সজেন্ডাররা জানবেন, এই সিরিজটি তাঁদের উপকারই করবে। আমি তাদেরকে কোনোভাবেই ভুল বলে মনে করি না, তবে আমি শুধুই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উপর ছবি করছি না। আমি গৌরী সাওয়ান্তের জীবন থেকে অনুপ্রাণিত হওয়া একটি সিরিজে অভিনয় করছি। এখানে আমাকে গৌরী নিজেই বেছে নিয়েছেন। আমি বিশ্বাস করি, আজ আমি যদি একজন নারী হয়ে ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করতে পারি, তাহলে পরবর্তী সময়ে ট্রান্সজেন্ডাররা নিজেরাও এধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন।'
৯০-এর দশকে কাজ করার মাঝেই হঠাৎ অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে চলে যাওয়ার প্রসঙ্গে সুস্মিতা বলেন, 'আমি বিরতিতে গিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল, কাজটা আমি বিশেষ উপভোগ করছি না। অভিনেত্রী হিসেবে নিজের উন্নতি করার মতো কিছু কাজ পাচ্ছি না। তখন আমার বয়স মাত্র ২৮। এছাড়াও আমি মাতৃত্বকে উপভোগ করতে চেয়েছিলাম, এটাও একটা কারণ ছিল। তারপর 'আরিয়া' দিয়ে ফিরলাম; এবার 'তালি'। দুটোই নারীকেন্দ্রীক। যদি নিজের কোনও সৃজনশীলতা না থাকে তাহলে আপনি কোথান নিজের ট্যালেন্ট দেখাবেন?''
সুস্মিতা বলেন, 'ওটিটি প্ল্যাটফর্মের জন্য ঈশ্বরকে ধন্যবাদ, কারণ এটি আমাদেরকে একটি নতুন জীবন দিয়েছে। এটি অনেক অভিনেতাকে ফিরিয়ে এনেছে এবং নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। আমি খুশি যে আমি এই বিরতি নিয়েছি কারণ আপনি যেটিকে পর্দার যুগ বলে মনে করেন তা হলো- এই জগতে থাকার জন্য টানা কিছু ছবিতে অভিনয় করা। আপনি যখন এই খেলা থেকে দূরে চলে যান তখনই এটা একটা ঝুঁকি হয়ে দাঁড়ায়। তবে এই সতেজতাই পর্দার বয়সকে বাঁচিয়ে রাখে।'