যার সিনেমা দেখতে ভোর সাড়ে চারটায় সিনেমা হলে ভক্তরা! কে এই অভিনেতা?
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর হওয়ার আগেই সিনেমা হলে ভিড় করেছেন উচ্ছ্বসিত ভক্তরা। আতশবাজি পুড়িয়ে, রাস্তায় নেচে-গেয়ে তারা দেশের অন্যতম সুপারস্টারের নতুন সিনেমা মুক্তি উদযাপন করেছেন।
এমনকি কোনো কোনো হলে ভোর ৫টায় শুরু হয়েছে প্রথম শো। কারণ বলিউড অভিনেতা শাহরুখ খানের ডাই-হার্ড ভক্তদের দিয়ে তখনই হলের আসন পূর্ণ হয়ে গিয়েছিল। শাহরুখের খানের 'জওয়ান' সিনেমা মুক্তিকে ঘিরেই ভক্তদের এই উন্মাদনা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায়, হাজার হাজার শাহরুখ-ভক্ত ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমা হলগুলোর বাইরে ভিড় করেছেন, অভিনেতার নামে স্লোগান দিচ্ছেন এবং হাউজফুল থিয়েটারের ভেতরে নাচছেন।
এদিকে, শাহরুখ নিজেও সোশ্যাল মিডিয়ার পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তিনিও এই উন্মাদনা দেখার জন্যই সারারাত জেগে ছিলেন।
"ছেলে-মেয়েরা, তোমাদের জন্য ভালোবাসা। আশা করি ছবিটা তোমাদের ভালো লেগেছে। তোমরা সিনেমা হলে যাচ্ছো এটা দেখার জন্যই জেগে ছিলাম। অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ", মাইক্রো-ব্লগিং সাইট এক্স-এ (প্রাক্তন টুইটার) লেখেন শাহরুখ।
শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের প্রযোজনায় এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অ্যাটলির পরিচালনায় নির্মিত 'জওয়ান' বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল হবে বলে আশা করা হচ্ছে। 'জওয়ান' শব্দের অর্থ 'সৈনিক'। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী অগ্রিম বুকিংয়ে ৬ মিলিয়ন ডলার আয় করেছে।
প্রসঙ্গতে, 'জওয়ান' চলতি বছরে শাহরুখের দ্বিতীয় ছবি। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত চলচ্চিত্র 'পাঠান'। 'কিং খান' এবং 'কিং অব বলিউড' নামে পরিচিত শাহরুখ খান ভারতে অনেকটা দেবতাতুল্য একজন ব্যক্তি। দীর্ঘ ক্যারিয়ারে ৯০টিরও বেশি সিনেমা করেছেন তিনি, তার একাধিক সিনেমা বক্স অফিস হিট হিসেবে বিবেচিত।
ক্যারিয়ারের শুরুতে সংগ্রাম করে আসা শাহরুখের গল্প আজও কোটি কোটি দর্শকের হৃদয় ছুয়ে যায়। ভারতীয় সংস্কৃতিতে তার অবদান অনস্বীকার্য।
২০০৮ সালে সিএনএন'কে দেওয়া এক সাক্ষাৎকারে 'রোমান্সের রাজা' খ্যাত শাহরুখ জানিয়েছিলেন, তার কখনো সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছাই ছিল না। কিন্তু জীবনে এক নির্মম ট্র্যাজেডির শিকার হয়ে তিনি এই পথে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।
"খুব অল্প বয়সেই আমার বাবা-মা মারা গিয়েছিলেন। তাই দিল্লিতে খুবই কষ্টে দিন পার করেছি। তখন আমি নিজেকে বুঝিয়েছি: ঠিক আছে, এ অবস্থা পরিবর্তনের জন্য যাওয়াই যাক (ভারতের সিনেমার রাজধানী খ্যাত মুম্বাইয়ে)। আমি কখনো চলচ্চিত্র তারকা হওয়ার চেষ্টাই করিনি, ভাগ্যক্রমে হয়ে গেছি", বলেন শাহরুখ।
১৯৯৫ সালের বলিউড হিট 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' চলচ্চিত্রে 'রাজ' চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শাহরুখ। ধনী বাবার ছেলে রাজ প্রেমে পড়ে সিমরানের, যাকে কিনা তার বাবা অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। এ ছবিতে শাহরুখ-কাজলের জুটি এবং তাদের প্রেমের গল্প এতটাই সাড়া পায় যে ছবি মুক্তির প্রায় তিন দশক পরেও ছবিটি মুম্বাইয়ের সিনেমা হলগুলোতে দেখানো হয়।
আদর্শ রোমান্টিক হিরো হিসেবে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন শাহরুখ খান। ভারতের প্রথাগত রীতির বাইরে এসে, একজন নায়ক হয়েও রোমান্টিক ছবিতে নিজের ভালোবাসার কথা স্বীকার করতে এবং কাঁদতে কখনো দ্বিধাবোধ করেননি এই অভিনেতা।
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র সফলতার পর বলিউডের সেরা পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে শাহরুখ খানের।
শাহরুখ খান ২০০৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্ম শ্রী পুরস্কার' পান। চলতি বছর মার্কিন সাময়িকী টাইম-এর সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি।
তবে গত পাঁচ বছরের লম্বা বিরতির পর 'পাঠান' দিয়ে রাজার মতোই কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিস মোজো সূত্রে জানা যায়, ছবিটি বিশ্বব্যাপী রেকর্ড ১৩০ মিলিয়ন ডলার আয় করেছে। সেইসঙ্গে ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তকমা পেয়েছে 'পাঠান'।