অবশেষে আজ সন্ধ্যায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’
অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা 'জওয়ান'। আজ দুপুরে সেন্সর বোর্ড থেকে ক্লিয়ারেন্স পেয়েছে সিনেমাটি।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, 'জওয়ান আন-কাট সেন্সর বাংলাদেশে প্রদর্শনে আর কোনো বাধা নেই।'
এর মাধ্যমে প্রথম হিন্দি ছবি হিসেবে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে 'জওয়ান'।
জানা গেছে, আজ সন্ধ্যা থেকেই প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।
দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। অতিথি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, যোগি বাবু প্রমুখ।
অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।