বোহেমিয়ান র্যাপসোডিকে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয় করা বায়োপিক 'ওপেনহাইমার'
ব্রিটিশ রক ব্যান্ড 'কুইন'-এর প্রধান গায়ক, প্রয়াত শিল্পী ফ্রেডি মার্কারির বায়োপিক 'বোহেমিয়ান র্যাপসোডি'কে পেছনে ফেলে বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বোচ্চ আয় করা বায়োপিক এখন 'ওপেনহাইমার'।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'বোহেমিয়ান র্যাপসোডি' চলচ্চিত্রের বাজেট ছিল আনুমানিক ৫৫ মিলিয়ন ডলার এবং ছবিটি আয় করেছে ৯১০.৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, ১০০ মিলিয়ন ডলার বাজেটের 'ওপেনহাইমার' বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে ৯১২.৭ মিলিয়ন ডলার।
'বোহেমিয়ান র্যাপসোডি'র আগে বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল বায়োপিক ছিল বিখ্যাত মার্কিন স্নাইপার ক্রিস কাইলের জীবন অবলম্বনে নির্মিত 'আমেরিকান স্নাইপার'। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বিশ্ব বক্স অফিসে ৫৪৭ মিলিয়ন ডলার আয় করেছিল।
এদিকে চলতি বছরের সবচেয়ে সাড়া জাগানো চলচ্চিত্র 'ওপেনহাইমার'-এর জয়রথ এখনো চলছে। পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত, তাত্ত্বিক পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমারের জীবনকে তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করেছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান। পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র 'ম্যানহাটান প্রজেক্ট' নামে একটি প্রকল্প হাতে নিয়েছিল, আর সেই বোমা তৈরির প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহাইমার।