টেইলর সুইফটের 'দ্য ইরাস ট্যুর' নিয়ে ডকুমেন্টরি; মুক্তির আগেই ১০০ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি!
বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের কনসার্ট মানেই দর্শকদের জন্য আলাদা এক উন্মাদনার উপলক্ষ। তারই ধারাবাহিকতায় বর্তমানে নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর 'দ্য ইরাস ট্যুর' নিয়ে ব্যস্ত রয়েছেন ১২টি গ্র্যামি জয়ী এই তারকা।
ট্যুরটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, মার্কিন ফেডারেল রিজার্ভ এটিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা করতে সহায়ক বলে অভিহিত করেছে। একইসাথে শুধু কনসার্ট নয়, বরং সুইফট সংগীত জগতের যেখানেই নিজেকে যুক্ত করছেন, সেখানেই যেন সফল হচ্ছেন।
যেমনটা ঘটছে আগামী ১৩ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত ডকুমেন্টরি নিয়ে। ইতোমধ্যেই ৩৩ বছর বয়সী এই সংগীতশিল্পীর বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় থাকা ডকুমেন্টরির ১০০ মিলিয়ন ডলার মূল্যের আগাম টিকিট বিক্রি হয়েছে।
এএমসি মুভি থিয়েটার চেইনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার টিকিট বিক্রির এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ডকুমেন্টরিটির জনপ্রিয়তা আঁচ করতে পেরে অন্য বেশ কয়েকটি হলিউড সিনেমার মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট ইরাস ট্যুরের প্রথম নর্থ আমেরিকান লেগ শেষ করার পর সুইফট তার ডকুমেন্টরির মুক্তির কথা জানান। সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ বিশ্বের নানা প্রান্তের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।
এরই মধ্যে পপ তারকাদের কনসার্ট ট্যুরের ইতিহাসের অন্যতম লাভজনক ট্যুরের তকমা পেয়েছে সুইফটের 'দ্য ইরাস ট্যুর'। এমনকি সিয়াটলে তার কনসার্টে হাজার হাজার মানুষের তুমুল নাচগানের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্পও হয়েছে!
চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া সুইফটের ট্যুরটি বিলিয়ন ডলারের চেয়েও বেশি ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে। সেখানে প্রায় ১০০ টিরও বেশি কনসার্ট থাকবে; যেখানে শোনা যাবে পেনিসেলভিনিয়া থেকে উঠে আসা বিখ্যাত এ সংগীতশিল্পীর তুমুল জনপ্রিয় সব গান।
গত ২৬ সেপ্টেম্বর সুইফটের পক্ষ থেকে জানানো হয়, শুধু যেসব দেশে তার কনসার্ট হয়েছে সেসব দেশেই নয়, বরং ডকুমেন্টরিটি বিশ্বের অন্যান্য প্রান্তেও মুক্তি দেওয়া হবে।
এএফসি'র তথ্যমতে, এখন পর্যন্ত ডকুমেন্টরিটি মোট ১০০ টি দেশে ৮,৫০০ টি থিয়েটারে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই অন্যান্য আরও বহু দেশে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, সবমিলিয়ে ইরাস ট্যুর এ প্রায় ১৬০ টিরও বেশি কনসার্ট হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডাসহ এশিয়া ও ইউরোপের বহু দেশে ভক্তদের সরাসরি নিজের গানে মুগ্ধ করবেন সুইফট।
ব্লুমবার্গের তথ্যমতে প্রতিটি কনসার্ট থেকে গড়ে সুইফট আয় করবেন ১৩ মিলিয়ন মার্কিন ডলার। সেপ্টেম্বরের শেষ নাগাদ নর্থ আমেরিকার বাইরেও যে ডকুমেন্টরিটি যে মুক্তি পাবে, সেটা নিশ্চিত ছিল না। তবে এর আগেই হলিউড রিপোর্টার ধারণা করে, ডকুমেন্টরিটি প্রথম সপ্তাহেই প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করবে।
এদিকে সংগীতজগতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন টেইলর সুইফট। গত ৬০ বছরে টেইলরই প্রথম শিল্পী, যার চারটি অ্যালবাম একসঙ্গে জায়গা করে নিয়েছেন বিলবোর্ডের সেরা দশের তালিকায়।