‘জেসন বোর্ন’ সিনেমার নতুন পর্ব তৈরি করছে ইউনিভার্সাল
২০১৬ সালে মুক্তি পাওয়া জেসন বোর্ন সিনেমার পরবর্তী পর্ব তৈরি করতে যাচ্ছে মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল। সিনেমাটির পরিচালক হিসেবে বিখ্যাত সিনেমা 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' নির্মাতা এডওয়ার্ড বারজারের নাম শোনা যাচ্ছে।
এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজ এর আগে আরো পাঁচটি সিনেমা তৈরি করেছে (যার মধ্যে চারটিতে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ম্যাট ডেমন); বক্স অফিসে তাদের আয় ১৬০ কোটি ডলারেরও বেশি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন সিনেমাটির নির্মাণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো স্ক্রিপ্ট তৈরি হয়নি কিংবা সিনেমার সাথে কোনো লেখকও যুক্ত হন নি। তাই হলফ করে বলা যাচ্ছে না যে, সিনেমাটির মূল অভিনয়শিল্পীরাই নতুন পর্বটিতে থাকছেন কি-না।
নিশ্চিত নয়, ২০০২ সালের 'দ্য বোর্ন আইডেন্টিটি' সিনেমায় স্মৃতিলুপ্ত আততায়ীর ভূমিকায় অভিনয় করা ডেমনই ফিরে আসছেন কি-না। ২০১২ সালের 'দ্য বোর্ন লিগ্যাসি' সিনেমায় ব্ল্যাক অপস এজেন্ট অ্যারন ক্রসের ভূমিকায় অভিনয় করা জেরেমি রেনারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
চুক্তিটি সম্পন্ন হলে 'বোর্ন' পরিচালকদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এডওয়ার্ড বার্জার। এই ফ্র্যাঞ্চাইজের নির্মাতারা হলেন- ২০০২ এর 'দ্য বোর্ন আইডেন্টিটি'র পরিচালক ডগ লিমান, ২০০৪ এর 'দ্য বোর্ন সুপ্রিমেসি, ২০০৭ এর 'দ্য বোর্ন আল্টিমেটাম' এবং ২০১৬ এর 'জেসন বোর্ন'র পরিচালক পল গ্রিনগ্রাস এবং 'দ্য বোর্ন লিগ্যাসি'র পরিচালক টনি গিলরয়।
সম্প্রতি এডওয়ার্ড বার্জার প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা অবলম্বনে 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' পরিচালনা করেছেন। এটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম সহ চারটি ক্যাটাগরিতে অস্কার জিতেছে।
নতুন সিনেমাটির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউনিভার্সাল।