হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টেলর সুইফটের ওপর চালু হলো নতুন কোর্স
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পেয়েছেন গায়িকা টেলর সুইফট। এ কোর্সের নাম 'টেলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড'। সুইফটের সংগীত, লিরিক ও সাংস্কৃতিক প্রভাব পড়ানো হবে এ কোর্সে।
এছাড়া সুইফটের কাজ কীভাবে অন্য শিল্পী, লেখক ও বর্তমান প্রজন্মের তরুণদের প্রভাবিত করেছে, তা-ও পড়ানো হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চালু করা এ কোর্সে।
তরুণ প্রজন্মের ওপর টেলর সুইফটের যে ব্যাপক প্রভাব রয়েছে, ইরাস ট্যুরই তার প্রমাণ।
এন্টারটেইনমেন্ট উইকলি-র প্রতিবেদন অনুসারে, দুটি বিশ্ববিদ্যালয় টেলর সুইফট ও অন্য নারী শিল্পীদের ওপর কোর্স অন্তর্ভুক্ত করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুইফটের ওপর কোর্সটি পড়াবেন অধ্যাপক স্টেফানি বার্ট।
অন্যদিকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে 'মিউজিক্যাল স্টোরিটেলিং উইথ টেলর সুইফট অ্যান্ড আদার আইকনিক ফিমেল আর্টিস্টস' শিরোনামের কোর্সটি পড়াবেন মেলিনা জিমেনেজ।
তবে শুধু হার্ভার্ড ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ই পপ রানি টেলর সুইফটকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেনি। এর আগে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়, বার্কলি কলেজ অভ মিউজিক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও এই শিল্পীকে পাঠ্যসূচিতে স্থান দিয়েছে।