আয়রন ম্যান হিসেবে ডাউনি জুনিয়রের ফেরার আর কোনো সম্ভাবনা নেই: কেভিন ফাইগি
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) আয়রন ম্যান হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রের আর ফিরে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কেভিন ফাইগি।
'ওই মুহূর্তটি আমরা ওভাবেই রাখতে চাই, ওটা আর স্পর্শ করব না আমরা। ওই মুহূর্তটুকুর জন্য আমরা অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। কোনো জাদুবলেই আর সেটাকে বদলে দেওয়ার ইচ্ছে নেই আমাদের', সিনেমায় আয়রন ম্যানের মৃত্যু সম্পর্কে ভ্যানিটি ফেয়ারকে বলেন ফাইগি।
২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ শেষবারের মতো আয়রন ম্যান চরিত্রে অভিনয় করেছিলেন ডাউনি জুনিয়র। ওই সিনেমায় সুপারভিলেইন থানোসের বিরুদ্ধে লড়াইয়ে ইনফিনিটি স্টোন ব্যবহারের পর সুপারহিরো আয়রন ম্যান মারা যান।
তাই টনি স্টার্কের যেসব ভক্ত আশা করছিলেন মার্ভেল কোনো না কোনোভাবে তার মৃত্যুকে পালটে দিয়ে তাকে ফিরিয়ে আনবে, তাদের এবার সে আশাকে জলাঞ্জলি দেওয়ার সময় এসেছে।
এন্ডগেম-এর পরিচালক জো রুশো বলেছেন, 'আমরা সিনেমাটির শ্যুটিংয়ের শেষদিনই চোখের জলে একে অপরকে বিদায় দিয়েছিলাম। সবাই এরপর আবেগ কাটিয়ে সামনে এগিয়ে গেছে। আমরা তাকে (ডাউনি জুনিয়র) প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবারই শেষ বার।'
টনি স্টার্ক চরিত্রের জন্য অডিশন দিতে হয়েছিল ডাউনি জুনিয়রকে। যে জায়গায় দাঁড়িয়ে তিনি অডিশন দিয়েছিলেন, তার থেকে মাত্র কয়েকশ ফুট দূরে আরেকটি সেটে আয়রন ম্যান হিসেবে নিজের শেষ সংলাপটি বলেছিলেন তিনি।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মোট ১০টি সিনেমায় দেখা গেছে আয়রন ম্যানকে।