অভিনয়ের চেয়ে এখন ছবি পরিচালনাতেই ‘বেশী আনন্দ’ পান জর্জ ক্লুনি
শ্যুটিং সেটে বসের মত আচরণ করতে পছন্দ করেন জর্জ ক্লুনি!
৬২ বছর বয়সী এই অভিনেতা নতুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি পরিচালক হিসেবেই 'বেশী আনন্দ' পান কারণ অভিনেতাদের সাথে তিনি বসের মত আচরণ করতে পারেন। বড়দিনে মুক্তি পাওয়া তাঁর পরিচালিত সিনেমা "দ্য বয়েজ ইন দ্য বোট" নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় তিনি এই কথা বলেন।
ক্লুনি স্কাই নিউজকে বলেছেন, "এতে আনন্দ অনেক বেশী কারণ আপনার হাতে নিয়ন্ত্রণও অনেক বেশী। আমি অভিনেতাদের সাথে বসের মত আচরণ করি এবং আমাকে এটাও শিখতে হচ্ছেনা কীভাবে নৌকা চালাতে হয়। আমার এখনো অভিনয় ভালো লাগে। আমি মজা পাচ্ছি।"
ক্লুনি এখনো অভিনয় ছেড়ে দেননি। তিনি তাঁর একজন সহ-অভিনেতার সাথে নতুন সিনেমা "উলফস" যেটি ২০২৪ সালে মুক্তি পাবে, সেটিতে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, "আমি সম্প্রতি ব্র্যাড পিটের সাথে একটি সিনেমায় অভিনয় করলাম।"
পরিচালক হিসেবে তাঁর কেমন যাচ্ছে সেই ব্যাপারে ক্লুনি ব্যাখ্যা দেন, "পরিচালনা মজার কাজ। সকালে সেটে আসা মজার বিষয়। চিত্রনাট্য লেখা মজার বিষয় এবং তাঁর উপর নির্ভর করে আরেকজন সেট বানাচ্ছে, সেটাও মজার বিষয়।"
পরিচালক হিসেবে ক্লুনির প্রথম মুক্তি পাওয়া সিনেমা হলো "কনফেশন অফ এ ডেঞ্জারাস মাইন্ড" (২০০২)। এরপর তিনি আইএমডিবির তথ্য অনুসারে আরও ৮টি সিনেমা বানিয়েছেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো: "গুড নাইট, এন্ড গুড লাক" (২০০৫), "লেদারহেডস" (২০০৮), "দ্য আইডিয়াস অফ মার্চ" (২০১১) এবং "দ্য টেন্ডার বার" (২০২১)।
এই অভিনেতা যিনি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন বলেছেন, তিনি তাঁর কর্মজীবনে যে সকল ভূমিকা পালন করেছেন সেগুলোকে তিনি অনেক মূল্য দেন।
ক্লুনি বলেন, "বয়স বাড়তে থাকলে আপনাকে আরো কাজ করতে হবে। শুধু একটা কাজ করলেই তো হবেনা।"
তিনি আরো বলেন, "আমি ভাগ্যবান কারণ ৬২ বছর বয়সেও আমার যা করতে ভালো লাগে তাই করার সুযোগ পাচ্ছি যেটা অনেক মানুষ পারে না। আমি এটা ভালোভাবেই জানি এবং তাঁর জন্যই আমি এটা উপভোগ করি। যদি আমি আনন্দ করতে না পারি তাহলে মানুষ বোধহয় বিরক্তই হবে।"
দ্য বয়েজ ইন দ্য বোট সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোয়েল এডগারটন এবং ক্যালাম টার্নার। এই সিনেমাটি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ১৯৩৬ সালের নৌকা বাইচের দল কীভাবে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলো তার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। সিনেমার কাহিনি নেওয়া হয়েছে ড্যানিয়েল জেমস ব্রাউনের বই থেকে। তিনি গ্রান্ট হেসলভের পাশাপাশি সিনেমাটির প্রযোজকের ভূমিকাও পালন করেছেন।
এই সিনেমায় কাজ করার জন্য ক্লুনি বেছে নিয়েছেন সেই সকল অভিনেতাকে যারা তাঁর মত নিজেদের কাজকে উপভোগ করেন। এই ব্যাপারে ক্লুনি স্কাই নিউজকে বলেছেন, "আমি শুধু তাদের সাথেই কাজ করতে চাই যারা এখানে থাকতে ও নিজেদের কাজকে ভালোবাসে। কারণ এখানে দীর্ঘ সময় কাজ করতে হয় যেটা আসলে কঠিন।"
তিনি বলেন, "আমরা অভিযোগ কিনা। কিন্তু এখানে অনেক কাজ আছে এবং অনেক সময় দিতে হয়। তাই যারা সিনেমার সপ্তাহে যুক্ত আছেন তাদেরকে নিজেদের কাজটা উপভোগ করতে হবে কারণ আমি তাদের সাথে কাজ করতে চাইনা যারা নিজেদের ট্রেইলার থেকে বের হতে চায় না।"
তিনি আরো বলেন, "আমি কেন্টাকি থেকে এসেছি এবং এখানকার মানুষ বাহিরে সময় কাটাতেই বেশী স্বাছন্দ্যবোধ করে।"