পার্কের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার বন্ড তারকা পিয়ার্স ব্রসনানের
ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিষিদ্ধ থার্মাল এরিয়ায় (তাপীয় এলাকা) অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে অভিনেতা পিয়ার্স ব্রসনানের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে নিজেকে নির্দোষ দাবি করেছেন জেমস বন্ডের সাবেক এ তারকা।
৭০ বছর বয়সী ব্রসনান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে আগামী ২৩ জানুয়ারী ওয়াইওমিং আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়।
তবে ব্রসনানের অনুরোধে আগামী ২০ ফেব্রুয়ারি তার মামলার ভার্চুয়াল শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্রসনানের ছয় মাস পর্যন্ত জেল এবং পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
'টুরন্স অফ ইয়েলোস্টোন' নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা একটি ব্যক্তিগত ছবিতে ব্রসননকে সানগ্লাস এবং একটি ব্রিম টুপি পরা অবস্থায় ইয়েলোস্টোনের তুষারাবৃত ঝর্ণার পাশে পোজ দিতে দেখা গেছে।
পোস্টটিতে পিয়ার্সকে ট্যাগ বা রেফারেন্স না থাকলেও ১ নভেম্বর মন্টানা সফরের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলোতেও অভিনেতাকে প্রায় একই রকম পোশাক পরে থাকতে দেখা যায়।
১ নভেম্বর ঘটে যাওয়া এই ঘটনার ফলে ব্রসনানের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। এক, একটি নিষিদ্ধ তাপীয় এলাকায় হাঁটার জন্য। আর অন্যটি পার্কের ম্যামথ হট স্প্রিংয়ের নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশের জন্য।
ম্যামথ হট স্প্রিংস কিছু তাপীয় বিষয়ের জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গিজার, স্টিম ভেন্ট এবং গরম মাটির পুল। পার্কের ওয়েবসাইট অনুসারে, নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে। কারণ এখানে মাটি ভঙ্গুর এবং সহজেই ফুটন্ত গরম পানি শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রতি বছর ইয়েলোস্টোন পরিদর্শন করতে অনেক দর্শনার্থী আসেন। এদের মধ্যে যারা ট্রেইল থেকে সরে না যাওয়ার সতর্কতা উপেক্ষা করেন, তাদের অনেকেই দুর্ঘটনার স্বীকার হন। পার্কের হট স্প্রিংয়ে পড়ে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি দর্শনার্থী মারা গেছেন।
১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত অভিনয় করা চারটি জেমস বন্ড সিনেমা ছাড়াও পিয়ার্স ব্রসনান ১৯৮০'র দশকের টিভি শো 'রেমিংটন স্টিল', 'মিসেস ডাউটফায়ার' এবং 'দ্য থমাস ক্রাউন অ্যাফেয়ার'-এর জন্যও দর্শকদের মধ্যে জনপ্রিয়।