টেইলর সুইফটের বাড়ির বাইরে ভক্তের অবস্থান; দুই দিনে দ্বিতীয়বারের মতো গ্রেফতার
গত শনিবার জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফটের নিউ ইয়র্ক শহরের বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে, পপ তারকাকে দেখতেই সেখানে অবস্থান নিয়েছিলেন তিনি। তবে গ্রেফতারের ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই একই স্থান থেকে আবারো গ্রেফতার করা হয় তাকে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য মতে, গত সোমবার, ২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে সুইফটের ট্রাইবেকা 'টাউনহোমের' বাইরে থেকে আবারও গ্রেফতার হয় সিয়েটলের বাসিন্দা, ৩৩ বছর বয়সী ডেভিড ক্রায়োইকে।
শনিবার গ্রেফতারের পর আবারো বাইরে দাঁড়িয়ে বাড়িটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায় ক্রায়োইকে। এসময় পুলিশে খবর দেয় প্রতিবেশী এবং সুইফটের নিরাপত্তা দল, জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, এলাকাটির বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করায় পুলিশের জিম্মায় নেয়া হয়েছিল ক্রায়োইকে। তাকে এই এলাকাটি থেকে দূরে থাকতেও বলেছে পুলিশ।
ক্রায়োইকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে হয়রানি ও অনুসরণ করার অপরাধে কয়েকদফা আভিযোগও আনা হয়েছে বলে গত মঙ্গলবার সিএনএন কে জানান নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।