গ্র্যামির আসরে টেইলর সুইফটের নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'-এর ঘোষণা
গত বছরটা দারুণ কেটেছে পপ সংগীতশিল্পী টেইলর সুইফটের। 'ইরাস ট্যুর' ও '১৯৮৯ (টেইলর'স ভার্সন)' অ্যালবামের সাফল্যের পর নতুন বছরটাও শুরু হল আরেকটি অর্জন দিয়ে। গ্র্যামির ৬৬ তম আসরে সেরা পপ ভোকাল অ্যালবাম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে তার ১০ম স্টুডিও অ্যালবাম 'মিডনাইটস'। তবে শুধু গ্র্যামি পুরস্কার নয়, ভক্তদের জন্য আরেকটি সুখবর দিলেন টেইলর। এবছরই আসছে তার পরবর্তী স্টুডিও অ্যালবাম, 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'। আগামী ১৯ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে অ্যালবামটি।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে টেইলর বলেন, "এটা আমার ১৩তম গ্র্যামি, যা আমার লাকি নাম্বার। আমি জানি না আমি আপনাকে কখনও বলেছি কিনা। আমাকে ভোট দেওয়ার জন্য রেকর্ডিং অ্যাকাডেমির সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। তবে আমি জানি যে রেকর্ডিং একাডেমি যেভাবে ভোট দিয়েছে তা আমার ভক্তদের আবেগের সরাসরি প্রতিফলন। তাই আমি ভক্তদের ধন্যবাদ জানাতে একটি গোপন কথা বলব। আমি গত দুই বছর ধরে আপনাদের কাছ থেকে লুকিয়ে রেখেছি, তা হল আগামী ১৯ এপ্রিল আমার নতুন অ্যালবাম আসছে। নাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট'। আমি এখনই ব্যাকস্টেজে গিয়ে অ্যালবাম কাভারটি পোস্ট করতে যাচ্ছি। থ্যাঙ্ক ইউ, আই লাভ ইউ! থ্যাংক ইউ!"
পরবর্তীতে ইন্সটাগ্রামে অ্যালবাম কাভারটি পোস্ট করেন টেইলর সুইফট।
টেইলর তার ২০২২ সালের অ্যালবাম 'মিডনাইটস'-এর জন্য এবছর ছয়টি গ্র্যামির মনোনয়ন পেয়েছেন। 'অ্যান্টি-হিরো' গানের জন্য সেরা পপ একক পারফরম্যান্সের মনোনয়ন পেলেও জিততে পারেননি তিনি। এ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মাইলি সাইরাসের 'ফ্লাওয়ারস' গানটি। তবে আইস স্পাইসের সাথে করা গান 'কারমা'-এর জন্য এখনও সেরা দ্বৈত পারফরম্যান্সের দৌড়ে রয়েছেন টেইলর সুইফট।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন