আম্বানি ও ডিজনির যৌথ মিডিয়া ভারতের ৫০ শতাংশ স্ট্রিমিং মার্কেট দখল নিয়ে নেবে!
ভার্জিনিয়া ভিত্তিক ডেটা অ্যানালিটিক্স ফার্ম কমস্কোর জানিয়েছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়াল্ট ডিজনি কোম্পানি একত্রে একটি মিডিয়া জায়ান্ট গঠন করার আগে থেকেই তাদের নিজস্ব স্ট্রিমিং প্লাটফর্মে ভারতের প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী সিনেমা, টেলিভিশন শো, খবর এবং খেলা দেখতেন।
গত মাসে প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি যৌথ উদ্যোগে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ডিজনি নিজেদের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মকে এক করেছে।
এই বছরের জানুয়ারিতে প্রায় ২৪৩.৫ মিলিয়ন ব্যবহারকারী (মোট ৪৬.৫ শতাংশ দর্শক) তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। প্ল্যাটফর্মগুলো হল ডিজনির হটস্টার এবং রিলায়েন্সের জিওসিনেমা ও জিওটিভি।
কমস্কোরের তথ্য অনুসারে, জানুয়ারিতে ১১৪ মিলিয়নের বেশী দর্শক হটস্টার ব্যবহার করেছে এবং ১২৯ মিলিয়নের বেশী দর্শক জিওসিনেমা ও জিওটিভি ব্যবহার করেছে।
এই তিনটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাফল্যের জন্য স্ট্রিমিং ক্রিকেটের অবদান অনেক বেশী ছিল। কমস্কোরের তথ্যে আরো বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে শুরু করে মে পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ স্ট্রিমিং করে রিলায়েন্স প্ল্যাটফর্ম অনেক বেশী দর্শক টানতে সক্ষম হয়েছিল। পাশাপাশি ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ স্ট্রিমিং করে হটস্টার ১৯১ মিলিয়ন দর্শক টানতে সক্ষম হয়েছে।
রিলায়েন্স এবং ডিজনির একত্রীকরণের ফলে নেটফ্লিক্স এবং আমাজনের মত বড় প্রতিদ্বন্দ্বীদের ভারতে স্ট্রিমিং কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এতে এমএক্সপ্লেয়ার এবং জি৫ এর মত স্থানীয় প্ল্যাটফর্মগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইলারা সিকিউরিটিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করণ তৌরানি গত সপ্তাহে একটি গবেষণা নোটে বলেছেন, এই যৌথ কোম্পানি ভারতের বিজ্ঞাপনের বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করবে যা প্রথাগত সম্প্রচারকদের প্রভাবিত করবে।
তৌরানি লিখেছেন, "এই একত্রীকরণের ফলে অন্যান্য টিভি সম্প্রচারক যেমন সান টিভি অথবা জেড সনির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে যেহেতু সেগুলো বাজারের শেয়ারের পরিমাণ বাড়াতে পারে না।"