‘জন্মদিনের পোশাকে’ হাজির হয়ে অস্কারে কস্টিউম ডিজাইনের পুরস্কার দিলেন জন সিনা!
৯৬তম অস্কারে সেরা কস্টিউম ডিজাইন পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে ওঠেন রেসলার, অভিনেতা জন সিনা। আর তিনি মঞ্চে উঠেছেন 'জন্মদিনের পোশাকে'—অর্থাৎ প্রায় নগ্ন অবস্থায়।
সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার ঘোষণা করতে গিয়ে মঞ্চে জন সিনাকে ডেকে নেন অনুষ্ঠানের উপস্থাপক জিমি কিমেল। এ সময় তিনি অস্কারের ইতিহাস তুলে ধরেন খানিকটা।
১৯৭৪ সালে অস্কার মঞ্চে এক নগ্ন ব্যক্তির উঠে পড়ার স্মৃতিচারণ করে কিমেল বলেন, 'আজও কোনো নগ্ন লোক মঞ্চে উঠে পড়ার কথা ভাবতে পারেন? ব্যাপারটা পাগলামি হবে না?'
তখনই মঞ্চের কোনা থেকে উঁকি দিয়ে জন সিনা বলেন, তিনি মঞ্চে নগ্ন হয়ে উঠতে চান না।
সিনা আরও বলেন, 'এটা একটা অভিজাত অনুষ্ঠান। সত্যি বলছি, এমন একটা রুচিহীন বুদ্ধি বাতলানোর জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। পুরুষের শরীর কোনো মজার বিষয় না!'
কিমেল তখন যুক্তি দেন, জন সিনা নগ্ন হয়েই রেসলিং করেন। জবাবে সিনা বলেন, 'আমি নগ্ন হয়ে রেসলিং করি না, জর্ট (ডেনিম বা জিনসের শর্টপ্যান্ট) পরে করি।'
কিমেল তখন বলে ওঠেন, 'জর্ট তো নগ্ন হওয়ার চেয়েও খারাপ!' তার কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।
এ পর্যায়ে নগ্ন হয়েই মঞ্চের মাঝখানে চলে আসেন জন সিনা—লজ্জা নিবারণ করেছেন বিজয়ীর নাম লেখা কাগজের খাম দিয়ে। তার এই অবস্থা দেখে বিস্ময়ে হাঁ হয়ে যান উপস্থিত সবাই।
পুরস্কার দেওয়ার সময় জন সিনা বলেন, 'পোশাক (কস্টিউম) খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস!'
এরপরই কয়েকজনের সহায়তায় একটি পর্দায় শরীর মুড়ে মঞ্চ ছাড়েন জন সিনা। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাজ করেছেন তিনি।
এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে ইয়োর্গোস লান্থিমোসের 'পুওর থিংস'।
উল্লেখ্য, বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।