পাঞ্জাবি ভাষায় গান গেয়ে মুম্বাইয়ের দর্শকদের মাতালেন এড শিরান
মুম্বাইয়ের একটি কনসার্টে প্রথমবারের মত পাঞ্জাবি ভাষায় গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তারকা সঙ্গীতশিল্পী এড শিরান। তার এই গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
শনিবার (১৬ মার্চ) রাতে কনসার্ট চলাকালীন ইংরেজ সুপারস্টার ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জকে তার সাথে মঞ্চে গান করার জন্য আমন্ত্রণ জানান।
এই জুটি পাঞ্জাবি ভাষায় দোসাঞ্জের হিট গান 'লাভার' গাইলে দর্শকরা উল্লসিত হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একজন ভক্ত বলেছেন, "এটি এমন এক ক্রসওভার যা আমরা কখনই জানতাম না যে আমাদের প্রয়োজন ছিল।"
অন্য একজন ভক্ত বলেছেন, "আমি মনে করি আমি ইতিহাস তৈরি হতে দেখেছি।"
উভয় শিল্পীই তাদের পারফমেন্সের পরে ইনস্টাগ্রামে একটি ক্লিপ পোস্ট করেছেন।
এড শিরান ইন্সটাগ্রামে লিখেছেন, "আজ রাতে মুম্বাইতে দিলজিৎ দোসাঞ্জকে এক সাথে নিয়ে প্রথমবার পাঞ্জাবিতে গান গাইলাম। ভারতে আমার অবিশ্বাস্য সময় কেটেছে, সামনে আরও অনেক কিছু আসবে!"
এদিকে দোসাঞ্জ ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "ভাই প্রথমবার পাঞ্জাবিতে গান করছেন।"
মন্তব্যে কয়েকজন তারকা তাদের অভিমত প্রকাশ করেছেন। অভিনেতা বরুণ ধাওয়ান সহজভাবে লিখেছেন, "বিশ্বব্যাপী আধিপত্য।"
৪০ বছর বয়সী দিলজিৎ দোসাঞ্জ ভারতীয় এবং সারা বিশ্বের ভক্তদের সাথে একজন বিশাল তারকা।
পশ্চিমা তারকার সঙ্গে জুটি বেঁধে পাঞ্জাবি গানে তিনি এর আগেও মঞ্চ মাতিয়েছেন। গত বছর তিনি আরেক বিখ্যাত গায়িকা সিয়ার সহযোগিতায় 'হাস হাস' নামে একটি গান করেছিলেন।
এড শিরান ভারতীয় ভাষায় গান গাওয়া জন্য ভক্তরা দোসাঞ্জের প্রশংসা করতে শুরু করেছেন।
ইনস্টাগ্রামে একজন লিখেছেন, "প্রথমে সিয়া, এখন এড। দিলজিৎ সবাইকে পাঞ্জাবিতে গাইতে বাধ্য করবে।"
শিরান সঙ্গীত জগতের সবচেয়ে বড় তারকাদের একজন। তার একাধিক হিট গান রয়েছে। তিনি গত সেপ্টেম্বরে তার সর্বশেষ অ্যালবাম 'অটাম ভ্যারিয়েশনস' প্রকাশ করেন।
এশিয়া এবং ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি মুম্বাইয়ের কনসার্টে অংশ নিয়েছিলেন।