বিলিয়নিয়ারের এলিট ক্লাবে প্রবেশ করলেন টেইলর সুইফট
প্রথমবারের মতো বিলিওনিয়ারের এলিট ক্লাবে প্রবেশ করেছেন জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। সম্প্রতি ফোর্বস প্রকাশিত র্যাংকিং-এ এই তথ্য উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, সুইফটের সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে এআই চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার।
তালিকার সবচেয়ে শীর্ষে অবস্থান করছেন ফ্রেঞ্চ বিলাসবহুল প্রতিষ্ঠান এলভিএমএইচের বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ২৩৩ বিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বসের মতে, ২০২৪ সালে বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড ২,৭৮২ জন। যা পূর্বের বছরের তুলনায় ১৪১ জন বেশি।
ফোর্বস জানায়, এলিট লিস্টে থাকা ধনীরা আরও ধনী হয়েছেন। তাদের মোট সম্পদের পরিমাণ ১৪.২ ট্রিলিয়ন ডলার।
সম্প্রতি এরাস ট্যুরের মাধ্যমে সুইফট বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলেছেন। একইসাথে গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রথম শিল্পী হিসেবে চারবারের মতো 'অ্যালবাম অব দ্য ইয়ার' জিতেছেন তিনি।
বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে আট জনই যুক্তরাষ্ট্রের৷ এদের মধ্যে ছয়জনই প্রযুক্তি ব্যবসার সাথে সংশ্লিষ্ট।
এদিকে শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও এক্স এর মালিক ইলন মাস্ক৷ তার মোট সম্পদের পরিমাণ ১৯৫ মিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে রয়েছে অ্যামাজনের মালিক জেফ বেজোস।
অনুবাদ: মোঃ রাফিজ খান