রণবীর কাপুরের ছবিতে জুটি বাঁধছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার ও এ আর রহমান
রণবীর কাপুরের আসন্ন ছবি 'রামায়ণ'। নীতেশ তিওয়ারি পরিচালিত এ ছবি ইতোমধ্যে সাড়া ফেলেছে বলিউডে, প্রতিদিনই আসছে কোনও না কোনও নতুন তথ্য। এবার ছবিটির সংগীত পরিচালনা নিয়ে চমকপ্রদ খবর জানা গেল।
ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অস্কারজয়ী সংগীত পরিচালক হ্যান্স জিমার! তবে শুধু একা নন, তিনি জুটি বাঁধবেন আরেক ভারতীয় অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের সাথে।
পিংকভিলাকে একটি সূত্র জানিয়েছে, 'রামায়ণ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হবে হ্যান্স জিমারের। নমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারি ছবিটিকে বিশ্বব্যাপী সাফল্য দেওয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন, কোনও কমতি রাখতে চাইছেন না। জিমার ভগবান রামের গল্প নিয়ে উচ্ছ্বসিত এবং 'রামায়ণ'-এর সংগীত তৈরি করতে প্রস্তুত।'
'দ্য ডার্ক নাইট', 'দ্য লায়ন কিং', 'ম্যান অব স্টিল', 'ইনসেপশন', 'ইন্টারস্টেলার', 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান'-এর মতো সারা বিশ্বে সাড়াজাগানো একাধিক ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জার্মান এ সুরকার। সর্বশেষ ২০২২ সালে 'ডিউন' ছবির জন্য তিনি সেরা মৌলিক আবহসঙ্গীতের অস্কার জিতেছিলেন।
অন্যদিকে ২০০৯ সালে ৮১তম অস্কার আসরে ড্যানি বয়েলের আলোচিত সিনেমা 'স্লামডগ মিলিনিয়র'র মিউজিক কম্পোজার হিসেবে সেরা মৌলিক আবহসঙ্গীত ও সেরা মৌলিক গান 'জয় হো'র জন্য দু'টি অস্কার জেতেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান।
নীতেশ পরিচালিত এ ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কাপুর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে থাকতে পারেন সানি দেওল।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন