মাঙ্কি ম্যান: দেব প্যাটেল কোনো জেমস বন্ড না ‘আলাদা জগৎ’ তৈরি করতে চেয়েছিলেন
সহজ-সরল কিংবা কমেডিধর্মী চরিত্রে অভিনয়ের বৃত্ত থেকে বেড়িয়ে এসেছেন দেব প্যাটেল। একইসাথে নিজের একটি আলাদা জগত তৈরি করার প্রয়াসও দেখিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে অভিনেতার নতুন সিনেমা 'মাঙ্কি ম্যান' এ তিনি নিজেই অভিনয়, পরিচালনা ও প্রযোজনা করেছেন।
দেব যেন নিজেকে একজন ব্রিটিশ-এশিয়ান অ্যাকশন হিরো হিসেবে আবির্ভাব করেছেন। তবে এই অভিনেতা সিনেমাটিকে জেমস বন্ডের সাথে তুলনা করতে চান না।
নিজের ক্যারিয়ারে 'লায়ন' ও 'স্লামডগ মিলিওনিয়ার'-এর মতো সিনেমায় অভিনেতা করে সুনাম কুড়িয়েছেন দেব। বিবিসি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "অ্যাকশন জনরার একজন অনুরাগী হিসেবে আমি নিজেকে তেমন চরিত্রে তুলে ধরতে না পারায় বেশ আক্ষেপ ছিল।"
দেব জানান, হলিউড থেকে শুরু করে বলিউড, এমনকি হংকংয়ের অ্যাকশনধর্মী সিনেমাগুলিতে এমন সব চরিত্র ফুটিয়ে তোলা হয় যার সাথে তিনি বাস্তবের মিল খুঁজে পান না।
দেবের জন্ম ভারতের গুজরাটে; আর বেড়ে উঠেছেন লন্ডনে। সিনেমাগুলো সম্পর্কে তিনি বলেন, "এর মধ্যে এমন কিছুই ছিল না যা আমার অস্তিত্ব, আমার পরিচয় এবং আমার সাংস্কৃতিক দ্বৈততাকে প্রতিনিধিত্ব করে। ছোটবেলায় আমি যে সমস্ত জিনিসগুলি থেকে দূরে সরে গিয়েছিলাম সেগুলিকেই আমি কেবল মেলাতে চেয়েছিলাম।"
'মাঙ্কি ম্যান' মূলত একটি অ্যাকশনধর্মী থ্রিলার সিনেমা। যেখানে এক আগন্তুক তার মায়ের মৃত্যুর জন্য দায়ী একটি দলকে খুঁজে বের করে।
গল্পের মূল ভিত্তি ভারতীয় সংস্কৃতি। তবে বিধ্বংসী অ্যাকশন আর চোখ ধাঁধানো চিত্রায়ণে রীতিমতো বিস্মিত করেছেন দেব প্যাটেল। ছবিতে আরও আছেন ভারতীয় অভিনেতা পিতোবাস, বিপিন শর্মা, শোভিতা ধুলিপালা, সিকান্দার খের, অশ্বিনী কালসেকর ও দক্ষিণ আফ্রিকার অভিনেতা শার্লতো কোপ্লে-সহ অনেকে।
দেব সিনেমাটির স্ক্রিপ্টের ওপর ১২ বছর ধরে কাজ করেছেন। কাজটিকে তিনি 'ট্রোজান হর্স' হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ এটি একটি অ্যাকশন সিনেমা কিন্তু এতে অন্তর্নিহিতভাবে অনেক কিছু বলার রয়েছে।
দেব বলেন, "সিনেমাটিতে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। এটি একটি প্রতিশোধমূলক সিনেমা যেখানে দেখানো হয় কীভাবে বিশ্বাস সবচেয়ে মার্জিত অস্ত্র হতে পারে।"
তবে সিনেমাটিতে কখনো জেমস বন্ড বানানোর চেষ্টা করা হয়নি। দেব বলেন, "আমি জেমস বন্ড হতে চাইনা। আমি মাঙ্কি ম্যান হতে চাই।"
২০২১ সালে বন্ড চরিত্র থেকে নিজেকে সরিয়ে নেন ডেনিয়েল ক্রেইগ। পরবর্তী বন্ড কে হবে তা নিয়েই বেশ জল্পনা-কল্পনা ছিল। সেক্ষেত্রে অনেকেই মতামত দিয়েছেন যে, ব্রিটিশ স্পাই চরিত্রে এবার একজন অশ্বেতাঙ্গ কাউকে দিয়ে অভিনয় করানো উচিত।
দেব বলেন, "আমি আমাদের কাজের পরিসর প্রসারিত করতে চেয়েছিলাম। যাতে করে আমরা একই চরিত্র নিয়ে লড়াই না করি।"
দেব আশা প্রকাশ করেন যে, একজন ব্রিটিশ এশিয়ানকে অ্যাকশন ফিল্মে তুলে ধরা হলে ব্যাপক বৈচিত্র্যের ধারা উন্মোচিত হবে।
দেব বলেন, "যখন আমি স্ক্রিপ্ট লিখতে শুরু করি, তখন আমাকে যে চরিত্রগুলো প্রস্তাব করা হচ্ছিল সেগুলো হলো কমেডিধর্মী কিংবা দুর্দান্ত কোনো লোকের জন্য হ্যাক করার মতো কোনো চরিত্র।"
দেব চ্যানেল ৪ এর কিশোর নাটক স্কিনস-এ হ্যাপলেস আনোয়ার চরিত্রে অভিনয় করে তার ক্যারিয়ার শুরু করেন। তারপর ২০০৮ সালের স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রে অভিনয় করেন।
২০১৬ সালে 'লায়ন' সিনেমায় সারো চরিত্রে অভিনয়ের জন্য দেব অস্কার নমিনেশনও পান। এর পরেই তার মনে হয়, এই ধরনের চরিত্রে অভিনয়ের বৃত্ত থেকে তার বের হওয়া উচিত।
দেব বলেন, "এই সিনেমাটিতেই (লায়ন) আমি প্রথমবারের মতো ক্যামেরায় সত্যিকার অর্থে প্রাণবন্ত হতে পেরেছিলাম। এটি সত্যিই আমার কর্মজীবনকে বদলে দিয়েছে। লোকে আমাকে সেই বোকা কিংবা অদ্ভুত বন্ধু হিসেবে স্লামডগ মিলিয়নিয়ার কিংবা স্কিনস-এ যেভাবে দেখানো হয়েছিল তার তুলনায় আলাদাভাবে দেখতে বাধ্য করেছে৷"
'মাঙ্কি ম্যান' ছিল দেবের পরিচালনায় প্রথম সিনেমা। প্রথমবারের মতো একই সিনেমায় তিনি ক্যামেরার ভেতরে বাইরে কাজ করেছেন।
দেব বলেন, "এটা বেশ জটিল প্রক্রিয়া ছিল। কিন্তু আমি এমন একটি সিনেমা বানাতে চেয়েছিলাম যেটি দেখে ১৪ বছর বয়সি দেব বেশ গর্বিত ও উত্তেজিত বোধ করবেন।"
তবে করোনার কারণে সিনেমাটির শুটিংয়ের কাজ বাধাপ্রাপ্ত হয়। একইসাথে প্রথম অ্যাকশন শ্যুটে দেবের হাত ভেঙে যায়।
সিনেমাটির নির্মাণ নিয়ে দেব বলেন, "যা কিছু খারাপ হওয়ার ছিল, তার সবই খারাপ হয়েছিল।"
তবে সিনেমাটির কাজ শেষ হওয়ার পর যেন সেইসব বিষয় পেছনে চলে যায়। তবে ইতোমধ্যেই সিনেমাটির ট্রেইলার বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। এছাড়াও এসএক্সএসডব্লিউ-এ স্ক্রিনিংয়ের সময় সিনেমাটি স্ট্যান্ডিং অভেশন পেয়েছে।
দেব বলেন, "আমি একই ফেইস এবং একই ফ্র্যাঞ্চাইজিগুলিকে বারবার দেখতে দেখতে অসুস্থ ও ক্লান্ত বোধ করছিলাম। এটি (মাঙ্কি ম্যান) আসল, এটি আমাদের সংস্কৃতি, এটি প্রাণবন্ত। আমি আশা করি লোকেরা সিনেমাটি দেখবে এবং সমর্থন করবে।"
অনুবাদ: মোঃ রাফিজ খান