লম্বা দাড়ি ও চুলে জনসম্মুখে দেখা গেল ৯৩ বছর বয়সি ক্লিন্ট ইস্টউডকে!
বহুদিন পর অস্কারজয়ী তারকা ক্লিন্ট ইস্টউডকে জনসম্মুখে দেখা গিয়েছে। ৯৩ বছর বয়সি এই অভিনেতা মূলত বিখ্যাত কনজারভেশনিস্ট ডক্টর জেন গুডঅলের অনুষ্ঠিত এক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন।
ঐ ইভেন্টের প্রকাশিত একটি ছবিতে শো-এর পূর্বে ইস্টউড ও ৯০ বছর বয়সি গুডঅলকে বেশ প্রাণবন্ত কথোপকথন করতে দেখা যায়।
একইসাথে ফ্রেড গ্রিনস্টেইন নামের এক ভক্ত ইভেন্টের কিছু মুহূর্ত তুলে ধরেন। সেখানে বয়স্ক এই অভিনেতাকে ধূসর লম্বা চুল ও দাড়িতে দেখা যায়।
ফ্রেড লিঙ্কডইন-এ পোস্ট করে লিখেন, "এখানে জেনের সাথে কথা বলার সময় ইস্টউডকে খুবই বিক্ষিপ্ত লাগছিল।"
ইস্টউডকে যতই বৃদ্ধ মনে হোক না কেন এখনও এই তারকা নিজেকে বেশ কর্মক্ষম রেখেছেন। অস্কারজয়ী এই পরিচালক 'জুরর ২' নামের একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
সিনেমা জগতে অবশ্য এখনও অভিনয়কে বিদায় জানাননি ইস্টউড। ২০২১ সালে তিনি 'ক্রাই মাচো' সিনেমায় মাইক মিলোর চরিত্রে অভিনয় করেছিলেন।
ক্যারিয়ারে প্রায় ৬০টি সিনেমায় কাজ করেছেন ইস্টউড। একইসাথে তিনি একজন সুরকার ও প্রযোজকও ছিলেন।
১৯৯৪ সাল ইস্টউডের জন্য বেশ স্মরণীয় এক বছর। ঐ বছর তার নির্মিত 'আনফরগিভেন' সিনেমাটি সেরা পরিচালক ও সেরা সিনেমা হিসেবে অস্কার জিতে নেয়।
তবে ইস্টউড সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন পশ্চিমা কয়েকটি সিনেমার জন্য। যার মধ্যে 'পেল রাইডার', 'দ্য গুড দ্য ব্যাড এন্ড দ্য আগলি' অন্যতম।
ইস্টউডের মোট ৮ সন্তান রয়েছে। যাদের মধ্যে ৬ জন মেয়ে ও ২ জন ছেলে।
অনুবাদ: মোঃ রাফিজ খান