কুরুলুস ওসমানের তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিটকে দেখতে গুলশানের সিঙ্গার শোরুমে ভক্তদের ভিড়
বাংলাদেশে এসেছেন তুরস্কের জনপ্রিয় সিরিজ 'কুরুলুস উসমান'-এর অভিনেতা বুরাক অ্যাজিভিট।
জনপ্রিয় এ অভিনেতাকে এক নজর দেখতে রাজধানীর গুলশানে অবস্থিত সিঙ্গার শোরুমে ভিড় জমান শত শত মানুষ। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য শোরুমের সামনের রাস্তার একপাশ অবরোধ করতে দেখা গেছে ভক্তদের।
তুরস্কের সুপারস্টার বুরাক অ্যাজিভিটকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিও বার্তায় অভিনেতা বুরাক নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন।
শুক্রবার (২৪ মে) তিনি ঢাকায় পৌঁছান এবং বর্তমানে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থান করছেন।
এ বিষয়ে মহাখালীর এসি ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার কাছে কোনো তথ্য নেই।
তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া আরেক জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমান-এ বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশে নিজের নামে নয়, বরং সম্রাট উসমানের নামেই বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেতা।