হাঙরের আক্রমণে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত অভিনেতা টামায়ো পেরি মারা গেছেন। রোববার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের সমুদ্র সৈকতে সার্ফিং করার সময় হাঙরের আক্রমণে ৪৯ বয়সি এ অভিনেতার মৃত্য ঘটে। খবর বিবিসি'র।
হনলুলু জরুরি সেবা সার্ভিস এক সংবাদ সম্মেলনে জানায়, হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। সার্ফিং করার সময়ই টামায়োর দেহ দেখতে পান অন্য কয়েকজন সার্ফার। পেরিকে সাগরে পড়ে থাকতে দেখে রোববার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে মালেকাহানা সৈকতে জরুরি সেবা বিভাগকে ডাকা হয়। পরে জেট স্কি দ্বারা তীরে উদ্ধার করে আনার পরে প্যারামেডিকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ফ্র্যাঞ্চাইজির চতুর্থ চলচ্চিত্র 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস'-এ বুকানিয়াদের চরিত্রে অভিনয় করেছিলেন পেরি। ছবিটিতে আরও ছিলেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে জনি ডেপ, এছাড়া পেনেলোপ ক্রুজ ও জিওফ্রে রাশের মতো তারকারা।
এছাড়াও 'লস্ট', 'ব্লু ক্রাশ', 'চার্লি'স অ্যাঞ্জেলস ২', 'হাওয়াই ফাইভ-০'-তে অভিনয় করেছেন অভিনেতা টামায়ো পেরি। কোমল পানীয় কোকো-কোলার একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে।
পূর্ব ওয়াহুতে জন্ম নেয়া পেরি এক দশকেরও বেশি সময় ধরে পেশাদারভাবে সার্ফিং করে আসছিলেন। অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।
হনলুলু ভারপ্রাপ্ত ওশান সেফটি প্রধান কার্ট লেগার তাকে 'সবার প্রিয় লাইফগার্ড' হিসেবে প্রশংসা করেছেন। লেগার বলেন, 'চমৎকার ব্যক্তিত্বের মানুষ ছিলেন পেরি। মানুষ তাকে যতটা ভালোবাসত, তিনিও সবাইকে ততটা ভালোবাসতেন। টামায়ো পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।'
মেয়র রিক ব্লাঙ্গিয়ার্ডি পেরির মৃত্যুকে 'একটি মর্মান্তিক ক্ষতি' বলে অভিহিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'টামায়ো একজন কিংবদন্তি ওয়াটারম্যান এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি এখানেই বড় হয়েছেন এবং আমাদের সমুদ্র সুরক্ষা দলের একজন দুর্দান্ত সদস্য ছিলেন।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন