বক্স অফিসে বাজিমাত ডেডপুলের; নয় বছরের পুরোনো গেমও বিক্রি হচ্ছে ৪০০ ডলারে!
ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা মুক্তির পর থেকেই তরতর করে বেড়েছে নয় বছরের পুরোনো প্লেস্টেশন ৪ সিরিজের ডেডপুল গেমের দাম। ওয়েবসাইট ইবেয়তে, ২০১৫ সালে মুক্তি পাওয়া গেমটির পুরোনো কপি, অবস্থাভেদে ১৫০ থেকে ৪০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। খবর বিবিসি'র।
২০১৩ সালে ডেডপুল গেমটি প্রথম মুক্তি পায় প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০-তে। এরপর ২০১৫ সালে গেমটির নতুন সংস্করণ আসে। ইন্টারনেট ডাউনলোড অপশন না থাকায় ভক্তদের জন্য অনেকটা দুরূহ হয়ে যাচ্ছে এর অরজিনাল কপির খোঁজ পাওয়া। এজন্যই দামটা আকাশচুম্বী।
প্রাইসচার্টিং নামক গেমিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডেডপুল ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা মুক্তির পরও ২০১৮ সালের মে মাসে মাত্র ১০ থেকে ১২ ডলারে বিক্রি হয়েছে পিএস৪ গেমটি। ২০১৫ সালে রিলিজের সময় গেমটির মূল দাম ছিল ৬০ ডলার।
তবে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের উৎসাহ এবং তারকা রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের জনপ্রিয়তার কারণে— ২০২৩ সালের মে মাসে চিত্রগ্রহণ শুরু হওয়ার পর থেকেই গেমটির দাম ক্রমাগত বাড়তে থাকে। এবং এবছর মুক্তির পরই গেমটির দাম সর্বোচ্চে পৌঁছায়।
গত সপ্তাহে মুক্তির পর বক্স অফিসে বেশ দাপটের সঙ্গে চলছে 'ডেডপুল অ্যান্ড উলভারিন', প্রথম সপ্তাহেই আয় করেছে প্রায় ৪৪৪ মিলিয়ন ডলার।
এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ছবিটি। এছাড়াও গড়েছে হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ড।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন