মারা গেছেন প্রখ্যাত ফরাসি চলচ্চিত্র তারকা অ্যালাইন ডেলন
ফরাসি চলচ্চিত্র অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবর বিবিসি'র।
রোববার (১৮ আগস্ট) ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি এক বিবৃতিতে নিশ্চিত করে তার পরিবার। ডেলনের পরিবার জানায়, মৃত্যুর সময় তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।
১৯৩৫ সালে জন্ম নেয়া এ কিংবদন্তির ফরাসি চলচ্চিত্রে যাত্রা শুরু ১৯৫৭ সালে। কঠোর-প্রকৃতির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এবং চমকপ্রদ সৌন্দর্যের অধিকারী ডেলন, ধীরে ধীরে সোনালী যুগের ফরাসি চলচ্চিত্রের প্রতীক হয়ে ওঠেন। তার অভিনীত ক্লাসিক চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'দ্য সামুরাই', 'বোরসালিনো', 'রোকো অ্যান্ড হিজ ব্রাদার্স', 'দ্য লিওপার্ড', 'পার্পল নুন', 'দ্য ইক্লিপস' ও 'দ্য রেড সার্কেল'।
খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও, শেষ কয়েক বছর ডেলন গণমাধ্যম থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন। শরীরটা ভালো যাচ্ছিল না তার। ২০১৯ সালে স্ট্রোক করেন তিনি। এরপর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ডেলনকে প্রায়শই 'সিনেমার সবচেয়ে সুন্দর পুরুষ' হিসেবে অভিহিত করা হতো। তিনি ১৯৬০-এর দশকে দ্য লিওপার্ড এবং রকো অ্যান্ড হিজ ব্রাদার্স এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
১৯৯০-এর দশকের পর থেকে তার সিনেমায় উপস্থিতি কমে গেলেও, তারকা জগতে তার উপস্থিতি অটুট ছিল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৯০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ডেলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে শুধু একজন তারকা নয়, বরং একজন 'ফরাসি কীর্তিস্তম্ভ' হিসেবে আখ্যায়িত করেছেন।
ডেলনকে শেষ জনসম্মুখে দেখা গিয়েছিল ২০১৯ সালের কান চলচ্চিত্র উৎসবে, যেখানে সম্মানসূচক পালমে ডি'অর পুরস্কার গ্রহণ করেন তিনি। এক আবেগঘন বক্তৃতায় তিনি সিনেমা জগতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন।
তার জীবনে অবশ্য বিতর্কও কম ছিল না। কট্টর ডানপন্থি রাজনীতিবিদ জ্যঁ-মারি লে পেনের প্রতি সমর্থন এবং নারীদের প্রতি নেতিবাচক মনোভাব, তার প্রতি সমালোচনার জন্ম দেয়। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০১৯ সালে ডেলনের স্ট্রোকের পর, তার পরিবারের মধ্যে প্রকাশ্য বিরোধ ও আইনি লড়াইগুলোও খবরের শিরোনাম হয়েছিল।
তবুও, ডেলন ফরাসি সংস্কৃতির এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে থেকে যাবেন। তার ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবার তার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছেন এবং তার বাড়ির বাইরে শ্রদ্ধা নিবেদন করছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন