হাসপাতালে ভর্তি রজনীকান্ত, এখন অবস্থা ‘স্থিতিশীল’
সোমবার রাতে ভারতীয় সুপারস্টার রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তিনি। তবে বর্তমানে বর্ষীয়ান এই অভিনেতার অবস্থা 'স্থিতিশীল' রয়েছে।
এদিকে ৭৬ বছর বয়সেও সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রজনীকান্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত পরিচালক জ্ঞানভেল রাজার 'ভেট্টিয়ান' ও লোকেশ কানারাজের 'কুলি' সিনেমা। এজন্য কয়েকদিন আগেই চেন্নাই গিয়েছিলেন তিনি।
প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রজনীকান্ত। একইসাথে সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন।
রজনীকান্ত ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত ও প্রভাবশালী অভিনেতা। শিবাজি, বাশা, এনথিরান (রোবট), আনাত্তে, পেট্টা, কালা, দরবার এবং কাবালি-সহ বহু সফল সিনেমা রয়েছে 'থালাইভা' খ্যাত এই অভিনেতার ঝুলিতে।
চার দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন রজনীকান্ত। ২০২৩ সালে ৯ অগস্ট মুক্তি পেয়েছিল তার অভিনীত 'জেলার' সিনেমা। বক্স অফিসে সেটি বেশ ভালো ব্যবসা করেছিল।
আসন্ন সিনেমাগুলির মধ্যে 'ভেট্টিয়ান' রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদ-সহ ভারত জুড়ে বেশ কয়েকটি মনোরম লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে সিনেমাটি বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে৷
বর্তমান অবস্থা থেকে ধারণা করা মুশকিল রজনীকান্ত ঠিক কতদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। এক্ষেত্রে তার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন কোটি কোটি অনুরাগী।