নিউজিনস চুক্তি বাতিল করায় ৪২৩ মিলিয়ন ডলার বাজারমূল্য হারাল কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি
দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কে-পপ এজেন্সি হাইব ৪২৩ মিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। জনপ্রিয় কে-পপ ব্যান্ড নিউজিনস হাইবের সাব-লেবেল এডোরের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পরে শুক্রবার (২৯ নভেম্বর) এজেন্সির শেয়ার মূল্য ৬.৯৭ শতাংশ পর্যন্ত কমে যায়।
পাঁচ সদস্যের ব্যান্ড নিউজিনস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানায়, এডোর তাদের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। ব্যান্ডের সদস্য হানি বলেন, "এখানে থাকা আমাদের জন্য সময়ের অপচয় এবং মানসিক কষ্টের কারণ হবে। এখানে থেকে পেশাগত উন্নতির কোনো সুযোগ নেই।"
দুই সপ্তাহ আগে নিউজিনস হাইবকে একটি আইনি নোটিশ পাঠিয়ে এডোরের সাবেক সিইও মিন হি-জিনকে পুনর্বহালের দাবি জানায়। সেই সঙ্গে ব্যান্ড সদস্যরা অভিযোগ করেন, হাইবের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে নিউজিনসকে বাদ দিয়ে নতুন ব্যান্ড গঠনের পরিকল্পনার কথা বলা হয়েছিল।
সংবাদ সম্মেলনে হানি আরও বলেন, "শুধু আমাদের নয়, আমাদের স্টাফদের প্রতিও অবহেলা করা হয়েছে। অসংখ্য বাধা, ভুল তথ্য প্রদান এবং বিভিন্ন বিষয়ে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করা হয়েছে।"
এর আগে অক্টোবরে হানি দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে সাক্ষ্য দিয়ে এডোর-এর কর্মস্থলে হয়রানির অভিযোগ তুলেছিলেন।
২০২৪ সালের এপ্রিল মাসে হাইব এডোরের সিইও মিন হি-জিনের বিরুদ্ধে সাব-লেবেলটিকে স্বাধীন করার চেষ্টার অভিযোগ তোলে। মিন এই অভিযোগ অস্বীকার করেন এবং হাইবের বিরুদ্ধে নিউজিনসের ধারণা নকল করার অভিযোগ করেন। আগস্টে মিন হি সিইও পদ থেকে সরে দাঁড়ান এবং নভেম্বর ২০ তারিখে পরিচালকের পদ থেকেও ইস্তফা দেন।
২০২২ সালে আত্মপ্রকাশের পর থেকেই নিউজিনস দক্ষিণ কোরিয়ার সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করে। ২০২৪ সালে তারা বিলবোর্ডের গ্রুপ অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করে, যা তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ায়।
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে হাইবের নিট মুনাফা ৯৯ শতাংশ কমে যায়। বিশ্লেষকরা জানান, অলিম্পিকের সময় শিল্পীদের সীমিত কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রে নতুন ব্যান্ড লঞ্চের উচ্চ ব্যয় মুনাফা কমে যাওয়ার বড় কারণ।
এই বছর হাইবের শেয়ার মূল্য ১৫.৭২ শতাংশ কমেছে। কে-পপ শিল্পের বৃহত্তর মন্দার মধ্যে দক্ষিণ কোরিয়ার "বিগ ফোর" এজেন্সির সকলের শেয়ারের মূল্য কমেছে।