ব্লকবাস্টারসহ দুটি মূল চরিত্রে অভিনয়; এরপর ভারতের যে গায়ক সিনেমাকে বিদায় জানিয়েছেন
বলিউডের বহু সংগীতশিল্পীই নানা সময়ে সিনেমায় অভিনয়ে যুক্ত হয়েছেন৷ তবে তাদের মধ্যে একজন ছাড়া বাকিরা কেউই মূল চরিত্রে অভিনয় করেননি। আপনি এক্ষেত্রে হিমেশ রেশমিয়ার কথা ভেবে থাকলে ভুল করছেন। বরং বলছিলাম কিংবদন্তি সংগীত শিল্পী উদিত নারায়ণের কথা।
উদিত ক্যারিয়ারে চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সংগীত শিল্পী হিসেবে ভক্তদের মন জয় করতে তিনি যথাসম্ভব চেষ্টা করে গেছেন।
'১৯-২০' সিনেমার মধ্যে দিয়ে ১৯৮০ এর দশকে উদিত নারায়ণ বলিউডে নিজের সংগীতের ক্যারিয়ার শুরু করেন। 'কিয়ামাত সে কিয়ামাত' সিনেমায় আইকনিক 'পাপা কেহতে হ্যায়' গানটিতে কণ্ঠ প্রদানের মাধ্যমে তিনি বড় পরিসরে প্রথম খ্যাতি অর্জন করেন।
তবে উদিতের ক্যারিয়ারে নাটকীয় পরিবর্তন আসে দুইটি নেপালি সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। যেখানে একটি সিনেমা বক্স অফিসে বেশ বড় সাফল্য অর্জন করে।
উদিত অভিনীত 'কুসুমে রুমাল' সিনেমাটি টানা ১৫ বছর বক্স অফিসের রেকর্ড ধরে রাখে। এটিকে নেপালি সিনেমা জগতের 'অল টাইম ক্লাসিক' সিনেমা হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও এই সংগীতশিল্পী 'দর্পণ ছায়া' নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। যেটি হিট সিনেমার তকমা লাভ করে।
'ইন্ডিয়ান আইডল ১০' চলাকালীন নিজের অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন উদিত। তিনি জানান, তারা বাবা একজন নেপালি ও মায়ের বাড়ি বিহারে। তার স্ত্রী দিপা নারায়ণ নেপালের জনপ্রিয় ফোক গায়ক।
উদিত একদিকে নেপালে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন৷ অন্যদিকে ভারতে খ্যাতি লাভ করেছিলেন গায়ক হিসেবে। ক্যারিয়ারে তিনি 'পেহলা নাশা', 'সোনা কিতনা সোনা হ্যায়', 'আজা মাহিয়া', 'দিল লাগা লিয়া মেনে' ইত্যাদি জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
হিন্দি ছাড়াও উদিত তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরিসহ নানা ভাষায় গান করেছেন। সংগীতে অবদানের জন্য তিনি ২০০৯ সালে পদ্মশ্রী আর ২০১৬ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন।
অনুবাদ: মোঃ রাফিজ খান