নিজের সাজানো মামলায় নিজেই ফেঁসে গেলেন অভিনেতা জাসি স্মলেট!
টিভি নাটক 'এম্পায়ার' এর একসময়কার অভিনেতা জাসি স্মলেটকে তার নিজের দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত করেছে আমেরিকার শিকাগোর একটি আদালত। বৃহস্পতিবার আদালত জানায়, আলোচনায় আসা ও সহানুভূতি লাভের মাধ্যমে ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য নিজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর মামলা সাজিয়েছিলেন এই অভিনেতা।
মামলার প্রসিকিউটররা জানান, স্মলেট একজন কৃষ্ণাঙ্গ ও সমকামী অভিনেতা। ২০১৯ সালের জানুয়ারিতে শিকাগোর নির্জন রাস্তায় হাঁটার সময় মুখ ঢাকা দুই ব্যক্তি তাকে আক্রমণ করেন বলে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করেন স্মলেট।
পুলিশের কাছে স্মলেট যতবার মিথ্যা বলেছেন তার প্রতি কাউন্টের জন্য, অর্থাৎ সব মিলিয়ে পাঁচ বা ছয়টি ক্ষেত্রে তাকে দোষী প্রমাণ করেছে কুক কাউন্টি সার্কিট কোর্ট জুরি।
শাস্তি হিসেবে প্রতি কাউন্টের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদন্ড হতে পারে স্মলেটের; যদিও তাকে প্রবেশনে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্মলেটের মামলা প্রসঙ্গে বিশেষ প্রসিকিউটর ড্যান ওয়েব বলেন, "স্মলেট মামলায় হেরে যেতেন না, যদি না জুরি বুঝতে পারতো যে তিনি তাদেরকে মিথ্যা বলেছেন।"
তবে স্মলেটের প্রধান ডিফেন্স অ্যাটর্নি নেনি ইউচে দাবি করেন, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং তার বিশ্বাস, আপিলের পর এই রায় সম্পূর্ণ ঘুরে যাবে।
রায় ঘোষণার পরপরই দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন স্মলেট। ফলে এ বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলায় স্মলেটের অভিযোগ ছিল, সেদিন শিকাগোর রাস্তায় আক্রমণকারীরা তার ঘাড়ে একটি রশির ফাঁদ আটকে দেয় এবং তার গায়ে রাসায়নিক পদার্থ ঢেলে দেয়। একই সাথে তারা স্মলেটের বর্ণবাদী আচরণ করে, তার সমকামীতা নিয়ে গালাগালি করে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন জানায়।
কিন্তু এর এক মাস পরেই পুলিশ স্মলেটকে আটক করে। পুলিশের দাবি, অভিনেতা নিজেই তার দুই ভাইকে ৩৫০০ ডলার ঘুষ দিয়েছিলেন তার উপর হামলা করতে। তার উদ্দেশ্য ছিল, এই ঘটনাকে কেন্দ্র করে সবার আলোচনার কেন্দ্রে চলে আসা।
স্মলেটের দুই ভাই আবিমবোলা ও ওলাবিঞ্জো ওসুন্দাইরো তার কাছ থেকে ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।
কিন্তু স্মলেট যা প্রত্যাশা করেছিলেন তা তো হয়নি, বরং এই ঘটনার পর তার অভিনয় ক্যারিয়ারে আরো ধ্বস নামে। ফক্স টিভির নাটক 'এম্পায়ার' এর শেষ মৌসুমে গায়ক-সুরকারের পদও হারান তিনি।
সূত্র: রয়টার্স