গান চুরির মামলায় অভিযুক্ত টেইলর সুইফট!
খুব শীঘ্রই গান চুরির মামলায় অভিযুক্ত হতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট। গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই তারকার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ সালে আর অ্যান্ড বি গার্ল গ্রুপ ৩এলডব্লিউর 'প্লেয়াস গনা প্লে' গানটি থেকে থেকে নিজের হিট গান 'শেইক ইট অফ' এর কথা নকল করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড এই মর্মে রুল জারি করেন এবং সুইফটের আবেদন প্রত্যাখান করেন।
বিচারক ফিটজেরাল্ড বলেন, দুটি গানের মধ্যে উল্লেখযোগ্য অমিল থাকলেও; দুটির মধ্যে মিলের পরিমাণও বেশ চোখে পড়ার মতো। তাই এই মামলা জুরি পর্যন্ত যাওয়া উচিত।
বিচারক আরও লেখেন, "যদিও বাদী-বিবাদী দুই পক্ষই জোরাল যুক্তি দিয়েছেন, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় যাওয়া উচিত নয় এমন কোনো বিষয় তারা দেখাতে পারেননি।"
শুক্রবার এ বিষয়ে সুইফটের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি। ২০১৭ সালে এই তারকার প্রতিনিধিরা ওই গায়কদের গানের স্বত্ব দাবি করাকে 'অদ্ভুত' এবং 'টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি' বলে উল্লেখ করেছিলেন।
সুইফটের 'শেইক ইট অফ' গানের কিছু কথা ছিল এরকম- "দ্য প্লেয়ারস গনা প্লে, প্লে, প্লে, প্লে, প্লে, প্লে অ্যান্ড দ্য হেটারস হেট, হেট, হেট, হেট, হেট।"
'প্লেয়াস গনা প্লে' এবং 'প্লেয়ারস, দে গনা প্লে, অ্যান্ড হেটারস, দে গনা হেট' অংশটুকুর রচয়িতা হলেন শন হল এবং নাথান বাটলার। এই দুই গায়কের দাবি, এই অংশটুকুই তাদের গানকে অদ্বিতীয় করে তুলেছিল। তাই এই মুহূর্তে তারা এর ক্ষতিপূরণ দাবি করছেন।
২০১৮ সালে এই মামলা একবার বন্ধ করে দেওয়া হলেও দুই পক্ষই আবার আপিল করে এবং মামলাটি আবার আদালতে তোলা হয়।
সূত্র: রয়টার্স