প্রিয় বিটিএস তারকার জন্মদিন উপলক্ষে বাঘ দত্তক নিলো মালয়েশিয়ার ভক্তরা
বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রিয়েছে বিটিএস আর্মিরা (বিটিএসের ভক্তদের এই নামেই ডাকা হয়)। তবে তারা শুধু প্রিয় ব্যান্ডের গান নিয়েই পড়ে থাকে না। বিভিন্ন উপলক্ষে একত্রিত হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে, সম্মিলিতভাবে দাতব্য কাজে অংশ নেয়।
আসছে ৩০শে ডিসেম্বর ২৬-এ পা দেবেন বিটিএসের তারকা সদস্য কিম তেহিয়ং, 'ভি' নামেই যিনি বেশি পরিচিত। ভি এর জন্মদিনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তার ভক্তরা নানা কর্মসূচীর আয়োজন করতে চলেছে।
তবে সবার চেয়ে এগিয়ে বোধহয় ভিয়ের মালয়েশিয়ান ভক্তরা। প্রিয় তারকার আসন্ন জন্মদিন উপলক্ষে তারা একটি আস্ত বাঘ দত্তক নিতে চলেছে।
আসলে কিম তেহিয়ং আগে থেকেই তার বাঘপ্রীতির জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করার ক্ষেত্রেও তিনি প্রায়ই বাঘের 'ইমোজি' ব্যবহার করে থাকেন।
ভি এর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তাই তার মালয়েশিয়ার ভক্তরা দেশটির নেগারা চিড়িয়াখানা থেকে একটি সাদারঙা বেঙ্গল বাঘকে দত্তক নেওয়ার আয়োজন করে। বাঘটির খাবার, যত্নআত্তি, চিকিৎসা প্রভৃতি সবকিছুর দায়িত্ব এখন থেকে এই ভক্তদের কাঁধে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বেঙ্গল টাইগারদের বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে; ফলে বিটিএস আর্মিদের এই উদ্যোগ বাঘেদের সংরক্ষণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
- সূত্র- অল কে পপ ডট কম